কাঁশ নন্দিনী
************
************
হিমালয় নন্দিনী তুমি শিবের ঘরণী
মনের মাঝে ডুগডুগে ঢোল বাঁজছে কেবল...
আমাদের কাছে মাগো তুমি বিপদতারিনী।
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
আনন্দে মাতল জগৎ তোমার আগমনে,
বিষাদের সুরে ভাসল ভুবন দশমীর সায়াহ্নে,
ঊদ্ধ-অধো জুড়ে তুলোর মেঘ ছেয়ে আছে পাহাড়ে
সাদা কাশে ঘেরা প্রকৃতি, কলোরব পাখিদের,
মেঘ হটিয়ে ফোঁটাতে আলো পবনও দিচ্ছে
দিনে দিনে,
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে...
ফুরালো ষষ্ঠী গিয়ে দশমী এলো,
মেঘান্বেষী তবু আড়ালে লাপাত্তাই রয়ে গেল !
নতুন করে আবারো এই মন মজেছে,
ফেলে আসা অতীত ঘেটে বড় হচ্ছে উত্তেজনা,
ঠান্ডা সাদা অনুভূতি জমেছে শিশিরের কোণে,
চাওয়া পাওয়া সেরে জমজমাট প্যানডেলে বিকেলে,
বাতাসের মতো তাহার বুকের গান শুনে...
লুকালো মুখ মেঘের আড়ালে অজানা কোন এক অভিমানে!
মনের মাঝে ডুগডুগে ঢোল বাঁজছে কেবল...
আমাদের কাছে মাগো তুমি বিপদতারিনী।
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
আনন্দে মাতল জগৎ তোমার আগমনে,
বিষাদের সুরে ভাসল ভুবন দশমীর সায়াহ্নে,
ঊদ্ধ-অধো জুড়ে তুলোর মেঘ ছেয়ে আছে পাহাড়ে
সাদা কাশে ঘেরা প্রকৃতি, কলোরব পাখিদের,
মেঘ হটিয়ে ফোঁটাতে আলো পবনও দিচ্ছে
দিনে দিনে,
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে...
ফুরালো ষষ্ঠী গিয়ে দশমী এলো,
মেঘান্বেষী তবু আড়ালে লাপাত্তাই রয়ে গেল !
নতুন করে আবারো এই মন মজেছে,
ফেলে আসা অতীত ঘেটে বড় হচ্ছে উত্তেজনা,
ঠান্ডা সাদা অনুভূতি জমেছে শিশিরের কোণে,
চাওয়া পাওয়া সেরে জমজমাট প্যানডেলে বিকেলে,
বাতাসের মতো তাহার বুকের গান শুনে...
লুকালো মুখ মেঘের আড়ালে অজানা কোন এক অভিমানে!