নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শোভন মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শোভন মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শোভন মণ্ডল






আরণ্যক
       


অরণ্যের ভেতর পাখিদের কলকাকলি শোনা যায়
শিরশিরে হাওয়া বয়
কাঠবেড়ালির মতো পাইনের গা বেয়ে নেমে আসে
 সকালের রোদ

বুনোফুলগুলো ছড়িয়ে দিচ্ছে তীব্র মাদক
নেশায় চুর হয়ে আমরা দু'জনে
পথ ধরেছি অজানা অরণ্যে

উঁচুনিচু পথ। ছড়ানো শুকনো পাতা
রাস্তা কাটছে বুনো ইঁদুরের সারি

এভাবে চলতে চলতে শেষ হয়ে যাবে বন
তার আগে থেমে যাক আমাদের সব ভুল- বোঝাবুঝি

শোভন মণ্ডল




নিথর অবয়ব
                                

 
রেডিও-বার্তায়  কে যেন ছড়ালো গুজব
সেসব আগুনের ধোঁয়ায় নীল হয়ে যাচ্ছে শিরা-উপশিরা
পোর্সেলিনের টব থেকে ঝরে গেল সন্ধের ফুল
হাওয়াকল শুষে নেয় পুরনো নুন
আধো প্রেমে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে 
থেমে যায় সাধের দোলনা
প্রাচীন গাছের গায়ে যে ক্ষত লেগে আছে তার দখল নিচ্ছে লাল পিঁপড়ের দল
একটা ফ্যাকাসে সভ্যতার বুকের ওপর খেলায় মগ্ন 
অজস্র নেকড়ে
এসবের মধ্যে থেকে এভাবেই লাল মোরামে ছড়িয়ে পড়ছি নিজে

কাক এসে খুঁটে খাচ্ছে নিথর অবয়ব

শোভন মণ্ডল

 


ঈশ্বর ও রাজদন্ড
      *************

 
এরপর ঈশ্বর কয়েকজন মানুষকে ডেকে পাঠালেন
বললেন,  আমি ক্লান্ত,  অবসন্ন
এবার আমার নিদ্রার সময় আসন্নপ্রায়
এই বলে মানুষের হাতে ধরিয়ে দিলেন রাজদন্ড
প্রাসাদের ভেতর মিলিয়ে গেলেন ভগ্ন ঈশ্বর

আপেল বাগানে সভায় বসলেন মানুষেরা
কীভাবে চলবে মানব-সভ্যতা?
কার হাতে থাকবে রাজদন্ড?
চলছে তর্কবিতর্ক
দিন যায়। তর্ক পৌঁচ্ছে যায় কলহে
সেখান থেকে হিংসা তান্ডবে
তছনছ হয়ে যাচ্ছে প্রমোদ-উদ্যান

মহান ঈশ্বর তখনও নিদ্রিত।