1.
হয়তো তুমি আসবে ফিরে
হয়তো তুমি আসবে ফিরে
ভাঙ্গা বুকের ভাঙ্গা নীড়ে।
আসলে কাছে বুঝে নিও
ভেজা চোখের ভাষা।
ইচ্ছে হইলে মিটিয়ে দিও
ভাঙ্গা বুকের আশা।
হয়তো তুমি আসবে ফিরে
শুকনা গাঙ্গের ভাঙ্গা তীরে।
আসলে ফিরে নাও বাইও
শুকনা গাঙ্গের জলে।
ইচ্ছে হইলে মিশে যাইও
কুল হারাদের দলে।
২.
তুই আমার সব
তুই আমার সবরে বন্ধু
তুই আমার সব,
দূরে গেলে ধ্যানলোকে
করি তব স্তব।
তুই আমার প্রথম প্রেম
তুই আমার শেষ,
তোর জন্যে সর্ব ত্যাগি
ধরব ভিগরী বেশ।
তোর কারণে বেঁচে আছি
মরতে রাজি তুই বললে,
রাতের তার এনে দেব
তোই বায়না ধরলে।
তুই হীন বাঁচা কঠিন
থাকব হয়ে তোর,
তোর কারণে পারি দেব
সাত সমুন্দর।
হয়তো তুমি আসবে ফিরে
হয়তো তুমি আসবে ফিরে
ভাঙ্গা বুকের ভাঙ্গা নীড়ে।
আসলে কাছে বুঝে নিও
ভেজা চোখের ভাষা।
ইচ্ছে হইলে মিটিয়ে দিও
ভাঙ্গা বুকের আশা।
হয়তো তুমি আসবে ফিরে
শুকনা গাঙ্গের ভাঙ্গা তীরে।
আসলে ফিরে নাও বাইও
শুকনা গাঙ্গের জলে।
ইচ্ছে হইলে মিশে যাইও
কুল হারাদের দলে।
২.
তুই আমার সব
তুই আমার সবরে বন্ধু
তুই আমার সব,
দূরে গেলে ধ্যানলোকে
করি তব স্তব।
তুই আমার প্রথম প্রেম
তুই আমার শেষ,
তোর জন্যে সর্ব ত্যাগি
ধরব ভিগরী বেশ।
তোর কারণে বেঁচে আছি
মরতে রাজি তুই বললে,
রাতের তার এনে দেব
তোই বায়না ধরলে।
তুই হীন বাঁচা কঠিন
থাকব হয়ে তোর,
তোর কারণে পারি দেব
সাত সমুন্দর।