নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

প্রনবেশ চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রনবেশ চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

প্রনবেশ চক্রবর্তী




কাপুরুষ নাকি পুরুষ!! 
********************





 ও মেয়ে এক্কেবারেই নারী তো নোস তো তুই বড্ড ছোট্ট শিশু,
তোর আবার কি নারী দিবস, চকলেট দে রে দাশু।
তোর সঙ্গে করলে মজা তাতেও হবে ইস্যু?
চুপ কর তো মজা নিতে দে দেখাস নে তোর আঁশু!

ও মেয়ে তুই বেশ তো ছুঁড়ি, বেশ তো রাইকিশোরী,
তোরও আবার নারী দিবস মানতে যে না পারি! 
আয় না কাছে ঝোপের নীচে একটু আদর করি,
এই তো বয়েস কর না আয়েশ কান্না কি দরকারী?

ও মেয়ে তুই ভরযুবতী ঠিক আছে তুই নারী,
তা হলে তো নারী দিবস তোর জন্যেই ভারী!
নে মেনে নে শান্তমনে করিস না দরাদরি,
নাহলে কিন্তু ভালো হবে না করবো গা জোয়ারি!

ও মেয়ে তুই মাঝবয়েসী সুন্দরী, সংসারী?
নারী দিবস তোরও নাকি? যাঃ কি যে করি!
ছেলে মেয়ে আছে আবার থাক না, তোকেই ধরি,
আমরা পুরুষ অত্যাচারী চাই শুধু একটা নারী! 

ও মা, এটা কে, ঠাকুমা? সত্তর, আশির বুড়ী,
এরও আবার নারী দিবস কি দিন এলো মাইরি!
চল বুড়ীকে সবাই মিলে ধরে মজা করি,
সগ্গে যাবার আগে নাহয় হোক সে আবার নারী!

এই তো হলো নারী দিবস কারো কারো চোখে নারী,
সারা বছরে একটা দিন তো নাহয় একটু হারি! 
হারবো কেন? হোক না তা সে রোজ দিবসই নারী,
ভোগ করতে এসেছি যখন ত্যাগটা কি জরুরী?

আমরা তো আর চাইনি কোন সত্যি পুরুষ দিবস,
তাহলে সত্যি পুরুষই হতাম দিতাম প্রেমের পরশ,
আমরা হলাম কাপুরুষ বুঝলি? এক্কেরে কাপুরুষ!  
নারীতে বাঁধা নাড়ী মোদের মানবো না কোন বয়স!

একদিন হোক নারী দিবস নেই কোন আপত্তি,
বাকি সব দিন পুরুষ দিবস বুঝলি তো এই সত্যি?
না বুঝলেও কি করবি বল? করবি কিছু বিপত্তি? 
যত পারিস বল কাপুরুষ! তবু নারী মোদের সম্পত্তি! 


প্রনবেশ চক্রবর্তী





মাংস
******


রাম তো গরু খায়না,
গরু তো দেবতা ওদের ধর্মে৷
গরু খেলে জাত যাবে যে
মরে যাবে এই পাপ কর্মে৷
গরু খেকোরা দূর হয়ে যাও
এটাই দাবি ওদের বর্ণে৷
গরুকে ওরা মা ও বলে
গরুর জন্য যুদ্ধ করে৷
অথচ খেয়াল নেই নিজের মা বৃদ্ধাশ্রমে
মৃত্যু নিনাদ তার শিয়রে৷
এদিকে রহিম আবার শূয়োর খায়না,
শুয়োর খাওয়া নাকি হারাম ওদের৷
জোর করে কেউ খাওয়াতে চাইলে,
খুনোখুনি করে শেষ দেখতে চায় তাদের৷
তবে হ্যাঁ মাংসে এদের অরুচি নাই৷
এক জায়গায় এদের ভিষন মিল৷
শ্যোন দৃষ্টিতে এরাও তাকায়৷
যেমন তাকায় ঈগল চিল৷
পিশাচের মত মাংস গেলে৷
 পৌরুষ্যত্বের অসীম তেজ,
নারী শরীর কাম্য এদের,
লালসা মেটায় নির্জনে নারী শরীর পেলে৷
নারী মাংস বুভুক্ষু এরা,
এদের কাছে সব সমান৷
বাদ যায় না তিন বছরের
বাচ্চা কন্যা সন্তান৷
নারী মাংসই সর্বোৎকৃষ্ট৷
নারী শরীর খুবলে খায়৷
একবার ও কি মনে হয়না,
এ শরীরটাও মায়ের মত প্রায়৷