নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শুভঙ্কর বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভঙ্কর বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কাছে এসো না ‘র 'বর্ণ : শুভঙ্কর বিশ্বাস


     ‘র’ বর্ণে থইথই জল
   আদিগন্ত কামুক বালিয়াড়ি
স্বপ্ন দেখে..চাঁদ হেসো না আর।
ভালোবাসা রক্তবর্ণের মার্কশিটের
ছন্দ।লকলকে জিভে পরিযায়ী ফুল ,
নারীর স্তনে স্তনে যত মহাদেশ -সাগর।
আমরা উড়ে যাব বাতায়ন ছিন্ন করে,
এসো না আর কাছে।

সংকোচিত প্রেম : শুভঙ্কর বিশ্বাস




অস্মিতা,
ভাবো,হেসো ওঠো,কেউ নেই ভালোবাসার
সন্ধ্যাতারার গায় মুছে ক্লান্তি,জাগো আবার
এতদিন রক্তে পথ চলা ,ঠোঁট রাখার আশ্বাসে
স্তম্ভিত বুক ফুরে সূর্য ওঠা যৌবন,অবাক কেন?

অস্মিতা,
গাঢ় সবুজে রক্তিম ঠোঁট ঠোঁট আবেগ
দেওয়াল ভাঙা ,ঘুলঘুলি বাওয়া আলোয়,
তপ্ত মরুতে বাষ্পিক অশ্রু জলীয় প্রতিশ্রুতি
আন্দোলিত পাতে ঘরবাঁধনে আপন স্বপ্ন মিথ্যা।

অস্মিতা,
দ্বাদশ নং চিঠি,হতাশা উত্তর ,তোমার প্রথম কান্না
অষ্টাদশে অপেক্ষার বালুচর,বিনিদ্র নদীর পথ খোঁজ
কি সমাজ!মানল না চিরন্তন স্বপ্ন,কেন বলো তো?
প্রশ্ন একটাই বিনুনি করে আজও কি হাসো?