নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ইউনুস হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইউনুস হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ইউনুস হোসেন





     দাম্ভিক প্রেমের রূঢ় বাস্তবতা
     *****************



কবরের গভীরতা জানো ?
বলবে;তা তো সাড়ে তিন হাত,
আর ইমারতের?
এই ধরো চার ষোল কুড়ি তলা;
কিন্তু এ যে বাহ্যিকতা;দৃষ্টি ক্ষীণ।
আজ যে শুয়ে সাদা কাফনে সেই অন্ধকারে;
বেদনাময় বাতাস,ঘুরে ফিরে সেখানেই।
মৃত পিঠ ঠেকেছে পাতালে;
সাড়ে তিন হাতের মাপনি ছাপিয়ে,
গভীরের কতটা আকর্ষণ টান ?
অদৃশ্য শিকড় আঁকড়ে ধরে,জড়িয়ে পিষ্ট।
কত ভালোবাসা কুঁড়ি পেল,কত ফুটলো
আর কতো পাপড়ি খসা।
কেঁদে ওঠে কত স্বপ্ন,কোন বুকভেজা কবরে
                                  নীরব অজান্তেই।
আত্মার সেই স্বজন হারিয়ে গেছে,
খুঁজো নি অভিমানী,
মাটির গহীন গহ্বরে মিলিয়েছে হিসেবে রেখেছ কি?
                                             কবে দিনক্ষণ?
দৃঢ় কংক্রিট গম্বুজ মাটি ফুঁড়ে আকাশ ছোয়,
উঠছে স্বপ্ন ইমারত;অজান্তেই কোন এক কবরের উপর।
হয়তো যাকে তুমি খোঁজ নি পরে আর কখনোই    অবহেলায়;
নিস্বার্থতায় তাকে গ্রাস করেছে স্বার্থ মৃত্যু।

তোমার প্রেম অনেক দামি,
আর ভালোবাসা তার সস্তার দু পয়সা;তাও দস্তার।
পরিচয় হীন সেই কবর ভিজে রয় সারা দিনবেলা,
এরই মাঝে উঠছে ইমারত,ফুটছে দাম্ভিক প্রেমের রূঢ় বাস্তবতা।