নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সোমা বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমা বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমা বিশ্বাস




ধর্ষক হত্যা
********


নারী ধর্ষণ করে তৃপ্তি পাও ।
মনে মনে হেসে নিজেকে পুরুষ বলে বাহবা দাও ।
মনে করো, এইরকম ঘটনা বাস্তবে ঘটতে শুরু হলো,
তাহলে কেমন হতো ?
একদল নারী বিপ্লবীর উদয় হলো
যাদের কাজ ধর্ষকদের হত্যা করা ।
স্লিপার সেলের মতই তারা লুকিয়ে থাকে
আর একটা ডেটালিস্ট তৈরী করে পুরুষ ধর্ষকদের,
তারপর প্রেমের অভিনয় করে সহবাসের টোপ ফেলে 
কেউ একজন ভুলিয়ে গোপন ডেরায় আনে,
সকল বিপ্লবী মেয়েরা তারপর হত্যা করে ।
আর তারপর ??? তারপর ???
তারপর প্রবল অট্টহাস্যে ধর্ষকের লিঙ্গ কেটে ফেলে 
একটা কাঁচের শিশিতে সংরক্ষণ করে.....
মৃত ধর্ষকের ছবি, নাম, পূর্বজীবনের ধর্ষণকাণ্ডের বিবরণ 
       লেখা থাকে তাতে ।
আর.... আর লিখে রাখে.......
           কত নম্বর ধর্ষণকারীর লিঙ্গ কাটা হলো

সোমা বিশ্বাস




মেঘ বালক 


মেঘবালক, তোমার নাকী এখন ভীষণ জ্বর !
বৃষ্টি হয়ে ঝরবে তুমি কবে ?
চাতক হয়ে বসে আছি, তোমার পথ চেয়ে
বিদ্যুৎটা হুঁঙ্কার দিলো সেই যবে ।
মেঘবালক, মেঘবালক, হবে কি আমার সখা ?
তোমার জন্য পুঁতেছি টবে চারা ।
তুমি যখন ঝরঝর বেগে আসবে বৃষ্টি নিয়ে,
ফুটন্ত গোলাপফুল নিজেই দেবে ধরা ।
মেঘবালক, মেঘবালক, আর কিছুক্ষণ থাকো
যাবার জন্য কীসের এত তাড়া ?
বৃষ্টিটাকে সাথে রেখো, খেয়াল রেখো তার,
তাকে হারালে তুমি আসলে ফণি মণিহারা ।


সোমা বিশ্বাস




বসন্ত
*****



বসন্তের বাহার ফুলে ফুলে ভরা
সুগন্ধি ছড়িয়ে পড়েছে চতুর্দিকে,
ভালোবাসা ভালোবাসা বসন্তের দান
ফাল্গুনে ফাগুন চায় সর্বলোকে ।
গাছে-গাছে ফুল-ফল, মৌ-এর গুঞ্জন
প্রজাপতি ডানা মেলে উড়ে যায় সর্বত্র ।
গাছে গাছে ভরে উঠেছে সবুজ পাতা
বসন্তের গুণাগুণে অমর ছাড়পত্র ।

সোমা বিশ্বাস




বাংলার জয় গান 
************



আমি বাংলার জয়গান গাই ।
বাংলাতে জন্ম নিয়েছি,
বাংলাকে ভালোবেসে যাই ।
আমি বাংলার জয়গান গাই ।
বাংলা আমার, স্বদেশ আমার,
বাংলার আমি সন্তান গো ।
এই ধরণীর স্বর্গসুখ
বাংলা মায়ের চরণে গো ।
আমি বাংলার জয়গান গাই ।
বাংলা তোমার, বাংলা আমার,
বাংলা সবার লক্ষ্য হোক ।
বাংলা ভাষার সহজ পাঠ
আদি পুরাণের পুণ্য শ্লোক ।
আমি বাংলার জয়গান নেই ।

সোমা বিশ্বাস




প্রিয় 
****


তোমার ছলনাকে ভালোবাসা ভেবে
মিথ্যা মোহে আলাদিনের প্রদীপ হাতে নিয়েছি,
উড়িয়েছি মায়াবী মাদুর,
সংঘর্ষে নেমেছি সমাজের কটাক্ষের সঙ্গে,
কখনো বেহুলা হয়ে ভাসিয়েছি ভেলা,
অপেক্ষা করেছি তোমার আসার, তুমি আসোনি ।
কাগজের মত টুকরো টুকরো করেছো আমার বিশ্বাসের ।
এর থেকে প্রাণটা ছিনিয়ে নিতে পারতে,
হাসতে হাসতে দিয়ে দিতাম তোমাকে
আমার কলিজাটা,,,,
তোমার চাইতে প্রিয় আর কিছু হতে পারে কী ?