ধুলোরাগ
******
কোলকাতার বলয়ে খুব চাঁদ। অসংখ্য ডাকটিকিট বুকের নিষেধে সাঁটা। সময় ফুরিয়ে আসা টের পায় খেলুড়ে পাখিরা। ফুল ও শষ্যের বীজ ভেঙে ভেঙে ধুলোযাত্রা। বনেদী গ্ৰহের আদেখলে শীত। বোকা ঘুটিগুলো আগেই ছুঁড়েছি। শনিবলয়ের চাঁদ খুলছে অক্ষরবোতাম।
এক হাজার আশি ডিগ্রি
***************
ম্যারাথন মশাল ছুটিয়ে চলছিলাম। চলার লম্বা এক্সপোজার। শেষ টেক্কাটি নিয়েছে একটি মুহূর্ত। আমার প্রেমিকের প্রেমিকারা শিশির পোহায়। যোনিফোয়ারা থেকে কুড়োই কমলালেবুর কোয়াকোয়া শীত। ফুলটস গোলাপ। তন্তুজ আর্তি। প্রচুর ফুটো থাকে আলোচনায়।
রফতারমন
********
মডেল মাধ্যমের এম + ম। পথ ফণা তোলে। ফণায় প'ড়ে দুধ মিল্ক পাউডার। তাজা রক্ত মাখা বিরহ। ভুলস্বর্গে মাকড়সা বাঁচতে পারে না। শঙ্খ পঅঅথ বলে ডাকে। বাজতে ভুলে যায়। আমার প্রেম আমার। তোমার প্রেম তোমার। ইস্পাতের বালায় বাজে সুফিয়ানা।