শ্রাবণ
******
দৃষ্টির দেওয়ালে বৃষ্টি যখন আবছা
বিবর্ণতার চোরাবালি রং ঢেলে দ্যায়
মন সীমানার আকাশ গাঙে গাঙচিল
ডানা ঝাপটায়...
হাতড়ে মরে খড়কুটোর জাগতিক বাসা
হলদে বিকেলগুলো জটপাকিয়ে যায়
ভাঙাচোরা কথকতার ভিড়ে
শেষ রাতে ঝাঁঝালো নিকোটিন
ভারি হয়ে যায় বুক,চোখের পাতা জুড়ে
উদ্দাম নৃত্য শুরু করে শ্রাবণের উৎসব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন