নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

চিরঞ্জিত সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিরঞ্জিত সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চিরঞ্জিত সাহা







তৃণা





পেনের ক্ষত মোছার মোহে মগ্ন যখন শেষ রবার
গণিকা মনে নীরব বিরাজ , হাজার বাতির নীলচে  ঝাড় ।
ছুটছে ঘড়ি জেটের টানে , রং মুছেছে ক্যালেন্ডার ,
আজ ঘুড়ি তোর প্রেমের চিঠি , নির্বাচনী ইস্তেহার ।
তোর নদীতে নতুন জোয়ার , গড়ছে নতুন পোতাশ্রয়
তেজস্ক্রিয় মনফোয়ারা , মানবতার অবক্ষয় ।
উন্নয়নের পাহাড়চূড়া , রঙিন তারার হ্রাদ-উৎপাদ ,
আমার গ্রামে শুষ্ক সাগর , ন্যায় সততার বীর্জেহাদ ।

প্রথম রোদের সোনালি আভা , প্রথম শাড়ির গোলাপি পাড়
আমি তখন কবিতা -ক্যুইজ , ফিউনারিয়া হাইগ্রো঵ মার ;
ব্যস্তবাগিশ শেষ লোকালে , গড়তে তোর স্বপ্নগড়,
সিঁড়িভাঙা তোর মিথ্যে আজান , জুম্মা নামাজ বছরভর । 
বারুদ যেমন বাঁধছে জমতে , বাজিতে রোশনাই
তুষারদিনে একফালি রোদ , চুল্লির শেষ ছাই ;
প্রেম যেখানে মরফিন , সেথা খড়কুটো আজ ঘৃণা ,
অভিধান বলে পবিত্রতার অপর নাম তৃণা ॥ 

চিরঞ্জিত সাহা





দুর্গা




শেষ স্টেশনের শেষ বেঞ্চে ঝরা বকুলের নতুন দেশ
গোলাপ হেথায় পাপড়ি ঝরায়, ক্যাকটাসেরা হাসছে বেশ ;
গান ভুলেছে হলুদ পাখি , নীলাঞ্জনা নিরুদ্দেশ
নেমেসিস মেশে ধমনিস্রোতে , রাজশ্রী আজ খুলছে বেশ । 
সিয়াচেনে সৈন্য মরে , পিঁপড়ের ডিম আমলাশোল ,
মগ্ন তখন দশভূজা , ম্যাডক্সে তো ঢাকের বোল ।
পাড় গড়নে বিরক্ত ঢেউ , বিষ মিশেছে সবুজ ঘাসে ,
বৃষ্টি হয়ে ঝিন্টি ঝরে আপনার ঐ ভূ-কৈলাসে ? 
চোখটা ধাঁধায় ডুমুর ফুলে , শিবঠাকুরের আপন দেশে ,
কাক কোকিলে লড়াই করে শ্বেতপায়রার শুভ্র বেশে ;
আসবি যখন বছর ঘুরে , সঙটি সেজে মর্ত্যলোকে ,
পারলে আনিস আশার ফানুস , স্বপ্নমোড়া লাল ঝিনুকে ॥ 

চিরঞ্জিত সাহা




তৃষ্ণা
******




দেয়ালের স্রোতে ধোঁয়া টিকটিকি সাজে ,
আদিম আরশি হাসে শরীরের খাঁজে
প্রেমহীন যৌনতা কন্ডম যুগে ,
মিশছে রক্তে নেশা,বিষের হুজুগে ।
সূর্য দেবতা কুন্তীর যোনি চিরে
সাদরে কুলীন মধ্যমাদের ভিড়ে ,
আটকে পার্থ ঊর্বশীর ওই বুকে
বৃহন্নলা ঘুমপাড়ানি বন্দুকে ।
তবু বনলতা আসে ঘৃণ্য স্বভাবে
ক্লিওপ্যাট্রারা হাসে ভুলের হিসেবে ,
হস্তমৈথুনের ক্লান্ত দুপুরে
তোর স্মৃতিদের ভিড় কেন কারাগারে? ?

চিরঞ্জিত সাহা




অ্যাবোরশন
**********



প্যালেট আজও রং মুছেছে শেষ টানেতে এসে ,
মধুর তরী যায় তলিয়ে তীরের কছে ভেসে ;
হঠাৎ বারিশ!দেয় গুঁড়িয়ে খেলনা কাদাবাড়ি ,
তুই আর আমি বোধ হয় তখন ক্লাস সেভেনে পড়ি ।
সিঁড়ি ভাঙার অঙ্কসারি যেই খাতে উতরায় ,
জীবনখাতা শেষের পাতায় ঋণাত্মকই পায় --
রেসের মাঠের ক্লান্ত ঘোড়া বগ্গা হতে চায় ,
ছিন্ন পাতা জোড়ার নেশা,  স্মৃতির বড়ো দায় । 
সটান সুতো , মসৃণ টান , ডরহীন এক কাঁচি ,
স্বপ্ন বনাম বাস্তবতা , তবুও বেঁচে আছি ।
মন ভাঙনের শাস্তি যখন ব্যর্থ কিছু শ্লোক ---
প্রতারণার ফল সেখানে অ্যাবোরশনই হোক ॥

চিরঞ্জিত সাহা



হাতকড়া
********


জমছে ধুলো চশমাকাঁচে,ঘড়ি বলে গোধূলি,
বুকপকেটে স্মৃতির মিছিল,ছেঁড়া নোট-আধুলি ।
বরফ চাদর,জীর্ণ মলাট,কাঁটা ঘুড়ি কার্নিশে,
এক পশলা রামধনু দিস ব্যস্ত দিনের শেষে ।
শালিখ ডাকে ঘুলঘুলিতে,তোর ফেরারি শুনে
স্বপ্নগুলো যত্নে মোড়াস,হলদে খামে বুনে ।


মেঘ ছুঁতে চায় পাহাড়চুড়ো,পক্ষীরাজের ডানা
মুছিস ফলক ক্যালেন্ডারে,হিসেব কষা মানা ।
তোর ফেরাতে হাজার দাবি,কেতাবি তল্লাশি,
মনসাহারায় তুষার নামুক,ইচ্ছেরা সাহসী ।
দুঃখ হারাক ট্র্যাশবাক্সে,সোহাগী হাতকড়া;
এক মুঠো রোদ মেলুক পেখম,আহেলী গাঁটছড়া ॥