হয়তোবা তোমায় আবার ফিরে পাবো
কোনো এক বৃষ্টিভেজা গোধূলির পথ ধরে
নেমে আসা ক্লান্ত বিকেলের সন্ধ্যায় |
সেই মুহূর্তের সাক্ষীতে থাকবে হয়তোবা
ডানাঝাপ্টানো স্বাধীনপ্রিয় একগুচ্ছ পাখিরদল ,
মুক্ত আকাশের ভেসে ওঠা কোটিসহস্র তারাদের ঝলমল |
হয়তোবা
স্নিগ্ধ বাতাসের শীতলতা,
উষ্ণশ্বাসের প্রখরতা , হয়তোবা আরেকটু নিবীড় ,
চোখজোড়া চাওনির অন্তরালে আরেকটু গভীর ,
হয়তোবা আরেকটু নিবীড় ,
ঠোঁটের ছোঁয়ায় ক্লান্তি বিলীন |
হয়তোবা ঠিক এভাবেই,
হ্যা ঠিক এভাবেই হয়তোবা একঅপূর্ণতাকে ঘিড়েই
কাছে ফিরে পাবো তোমায় ঘিড়ে ধরা ভাবনাদের
স্বপ্নেরখোলোশ ছাড়িয়ে বাস্তবতার মোড়োকে আঁকা পূর্ণতার দিনে |
~~***মুহূর্ত***~~
তোর ভালোবাসাকে ছুঁয়ে আজ রাত্রীঅভিযানের
স্নিগ্ধতায় এক ঘোরলাগা আভাসের মুহূর্ততে
তোকে আরো আপন ও গভীর ভাবে কাছে
টেনে নিতে চাওয়ার ইচ্ছেরা প্রবল হতে ফিরেছে |
জানিনা এ ঠিক কেমন অনুভূতি যা এই অস্থির মন জুড়ে
এক উত্তাল প্লাবনের আশঙ্কায় উদ্বেল হতে ঘিড়েছে |
তবুও এই অনুভূতির এক অদ্ভুত প্রশান্তির বিকাশ অনুভূত হচ্ছে এই মনজুড়ে |
যার কোনো স্থিরতা বা ধীরতার প্রকাশ নেই ,
আছে কেবলই নির্মল প্রেমের এক দৃঢ় গভীরতা ,
যা একান্তেই আমার নিজস্ব |
~~***ভাবনারা***~~
আমার রাত্রীঅবসানের অপেক্ষাতে
ক্লান্ত চোখ ও খন্ড হৃদয়ের বুকে নেমে আসা
এক মেঘভাঙা বৃষ্টির জলোচ্ছাস ,
অশনি বজ্রাঘাতের চমকে
গর্জে ওঠা পুঞ্জমেঘের মিলনোচ্ছাস ,
বিবর্ণ চোখের নিরালায় এ এক অদ্ভুত পরিহাস,
যার পরিণাম বিপরীতে তবু একমনে
আঁধার ঘনিয়েতো অপরেতে আলো |