নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মল্লিকা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মল্লিকা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভীষণ প্রেমের দুপুরে: মল্লিকা




স্তব্ধ দুপুর ক্লান্ত হাওয়া গরম গুমোট ভাব
জানলা রোদে বিছানাটার আদর মাখা স্বভাব ;
কপাল ছুঁয়ে চুল সরিয়ে সোহাগ চুমু ঘাড়ের কাছে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দুপুর তখন স্বপ্নে বাঁচে...

গল্প পাহাড় আড্ডা জমায় উষ্ণ ঘড়ির কাঁটা জুড়ে
চোখে চোখ ব্যস্ত ভীষণ রাগ রাগিণীর কোমল সুরে ;
দুপুর গড়িয়ে বিকেল আকাশে সিঁদুর রঙের প্রেম ধরেছে
অলস সুখে জানলা পাড়ে দু'একটা মেঘ ভিড় করেছে...

এবার তবে নামবে বৃষ্টি আত্মহারা আনন্দে তাই
সুখ কিনবো সুখ, বুঝলে প্রেমিক খুব যখন কাছেতে পাই ;
ঝুলবারান্দার সন্ধ্যামালতি তখন নেশাভরা সুগন্ধি ছড়ায়
জোনাকিগুলো ওর গায়েতে দারুন প্রেমে আলো মাখায়...

দেওয়াল ঘড়ির কাঁটা শুধু দেখতে ব্যস্ত সময় ভুলে
ছাড়ো প্রিয়তম, ছাড়ো এবার, থাকলে তো অনেক আলিঙ্গনে ; 
তোমার আচরণ শিশুসুলভ, বড্ড তুমি খামখেয়ালি
বেবাক আমি আবেগপ্রবণ, নিস্তব্ধ তখন পড়ার গলি...


: Breaking news : মল্লিকা দাস



প্রতিদিনের মতোই আজও ভোরে আমি ঘুমচোখে আড়মোড়া ভেঙে তোমাকে খুঁজেছি পাশে....
মনে আছে কেমন করে ভোরের আদর ছুঁইয়ে দিতে কপালে চুমু এঁকে,,, তারপর বেড টি তে চুমুক দিয়ে ভাঙতো তোমার ঘুমের আমেজ,,
কাল রাত থেকেই বৃষ্টির আর্দ্রতা ও ঠান্ডা ঠান্ডা জোড়ালো হাওয়া নতুন করে প্রেম সৃষ্টি করছিল,,, এমন ওয়েদার এ কড়া করে চা তোমার ভীষণ পছন্দের,
আজ ভোরে আমায় ডাকোনি তুমি, তোমার ভালোলাগার মতন করে আদর দিয়ে বানানো টাটকা উষ্ণ চা টাও এখন বাসি, কাল রাত ১ টার breaking news টা এখনও টিভিতে দেখাচ্ছে ..... তুমি আর ফিরবে না সোহাগ মাখাতে আমার ভোরের বিছানায়, আবদার গুলোও ক্রমশ ফিকে হয়ে গেছে.....
নিউজ পেপার পড়তে আজ আমায় সঙ্গ দেবে কে?????
ওহ্, ভুল বললাম কাল রাতের তোমার অ্যাকসিডেন্ট এর খবরটা আজ নিউজ পেপারের শিরোনামে আমার বোবা মনের সঙ্গী হয়েছে.......

-:আদর বিকেল :- মল্লিকা দাস




অনুভূতিটা বরাবরই সুপ্ত রেখেছি তোমাতে
গহীন মনের খবর তবুও জেনে নিয়েছো বেশ ;
ভেজা বৃষ্টি বিকেলে ঠোঁটের স্পর্শ ঠোঁটে লেগে,
উষ্ণতা সেঁকেছিল সেদিন ভালোবাসার আবেশ...

সেদিন দুটো শরীর ভিজেছিল ভীষণ
ঘড়ির কাঁটার তখন নিরুদ্দেশী আস্তানা ;
সুখ হাতড়ানো ভেজা শার্টের গন্ধে,
বৈশাখী ঝড় চিঠি পাঠিয়েছিল আনমনা...

বারবার তোমার আঙ্গুল ছুঁয়ে আমার চিবুক-
লাজুক রঙের সোহাগ মেখে হলো ভীষণ দামী ;
দু'জোড়া চোখ খুঁজে নিয়েছিল ব্যস্ততা,
সিঁদুর রাঙা মেঘের মাঝে তখন সূর্য অস্তগামী...

এবার তবে ফিরতে হবে ব্যক্তিগত যাত্রাপথে,
বৃষ্টি-প্রেম বেঁচে নেওয়া, সুখের এই মুহূর্ততেই ;
মনের রিংটোন এ ভেসে আসে হঠাৎ -
" Abhi na jao chor kar, ke Dil abhi bhara nehi..."