নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুমিত ভদ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুমিত ভদ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সন্ধ্যাতারা :সুমিত ভদ্র



সন্ধ্যা নামলেই ঠোঁটে রঙ মেখে দাঁড়িয়ে থাকতে হয় স্টেশন চত্বরে।
শাড়ীর আঁচলে ঢাকতে হয় তলপেটের মেদ্।
নইলে বাবুদের মনে ধরবে না যে।
প্রথমে খানিকটা দর্ কষাকষি শরীর নিয়ে।
তারপর অন্ধকার গলি নতুবা সস্তা কোনো হোটেলের কামরায় দিতে হয় বাবুদের টাকার বিনিময়ে কিনে নেওয়া ক্ষণিকের শারীরিক সুখ।
প্রত্যেক বার নতুন নতুন বাবু আসে আর যায়।
সভ্য জগতে্র যে বাবুরা দুবেলা টাকার বিনিময়ে
শরীরটাকে ছিঁড়ে খায়,
পথেঘাটে দেখা হলে তাদের মুখেই শোনা যায়-
'দিলি তো সারাদিনটা মাটি করে,
সকাল সকাল বেরিয়েই মুখটা দেখতে হল;
যা হাট সামনে থেকে বেশ্যা মাগী কোথাকার।'
বলি ও বাবু- রাতের অন্ধকারে কোথায় যায় গো
তোমার সভ্যতা?

সত্যি :সুমিত ভদ্র



বিস্তৃত কংক্রিটের রাস্তা;
হাঁটতে হাঁটতে একদিন ব্যর্থতার দীর্ঘশ্বাস ছাড়ে,
সেলাইয়ের পরে সেফ্টিপিনে আটকানো হাওয়াই চটিটা।
পথের ধারে সস্তার ল্যাড়ো বিস্কুট আর এক কাপ গরম লাল চায়ের ধোঁয়াতে
একনিমেষে ফ্যাকাসে হয়ে আসে ঝা চকচকে শহরতলি।
তবুও চোখ বন্ধ করলে
এখনও সামনে আসে নিজের হাতে সাজানো আলোকিত এক স্বপ্নপুরী;
একমুহুর্তের মধ্যেই সমস্ত স্বপ্ন চুরমার করে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দেনায় জর্জরিত পরিবার আর বেকারত্বের সাথে গভীর সম্পর্ক।
জীবনে কখনও প্রেম ছিল,
ছিল চিত্রকলাতে নতুন নতুন সৃষ্টির আনন্দ-
আজ সবই অতীত,
অনিশ্চিত ভবিষ্যতের দায়ে প্রেম আজ পরিণত বিচ্ছেদে
আর ভার্জিন ক্যানভাসের মতোই সাদা হয়ে থাকে জীবনের সব সৃষ্টির উল্লাস!
তবুও আত্মবিশ্বাস হারায়নি কখনও ছেলেটি;
বুকের মাঝে আজও বাঁচে রবির কলম-
"নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে।"

বিবেক এবং : সুমিত ভদ্র



শহর কেঁপে ওঠে ঘুম ভাঙা চিত্কারে;
থর থর করে কাঁপতে থাকা শরীর বারবার ব্যর্থ হয়
কামলালসায় নিমজ্জিত হিংসাত্মক হাতের থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়।
উপভোগ করো শরীর,
নষ্ট করো সম্ভ্রম।
চিঁড়ে ফেলো যোনি তোমাদের কালো রাতের চিহ্ন মুছে দিতে।
মেতে ওঠো শরীর নিয়ে খেলা ও হত্যালীলায়।
তোমাদের কামোত্তেজনা মানে না কোনো বিবেকের বাঁধা!
ছোট্ট প্রানের ধর্ষন ব্যাথার কাতরতাও পৌঁছাতে পারেনা তোমাদের কানে।
বন্ধ ঘরে বা জঙ্গলে বেড়ে যায় আরও একটি শিশুর গলাকাটা লাশের সংখ্যা।
আর প্রতিবাদ ধামাচাপা পড়ে ধর্মাবলম্বি রাজনীতির কচকচানিতে।
শুঁকিয়ে যায় একসময়ের দগদগে ঘাঁয়ের ক্ষত,
নিভে যায় মোমবাতি মিছিলের বাতি,
গতানুগতিক কলরবে ভেঙে যায় কালো কাপড়ে ঢাকা মৌন মিছিলের নীরবতা।
বেকসুর হয় আরও একটি ধর্ষক,
বীজ বপন হয় আরও এক ধর্ষিতার প্রানহানির।