মাটি কাটতে গিয়ে পেয়ে যাচ্ছি, দেখো কত সহজেই,
হঠাৎ হারানো সে নাম, পড়তে গিয়ে না ফেরা কোনো মুখ।
পাঁকে ভরা শুকনো পুকুর কেটেছি একশ দিনের কাজেই,
কত সহজেই জিতেছি বাঁচার বাজি, জিতে যাওয়াটাই সুখ।
চালিয়েছি কোদালের পরে কোদাল,এক নয় কত বার হাজার ,
মাটির আড়াল ঠেলে বেরিয়েছে ,কেটে যাওয়া গলা ,কণ্ঠহার
কান গলার টুকরো ,বাজুবন্ধ, আর কত চেনা জীবন ফসিল,
গলে যাওয়া চোখের কোটর, তবু উজ্জ্বল পচা চিবুকের তিল।
হোক তবে হোক আরো ,মারো কোদাল সরাও,জমা কাদা মাটি,
সামনে আসুক বুক পেট স্তনের আদল ঠোঁটহীন দাঁত কপাটি।
তারপর সাজিয়ে হৃদয়ের লড়ঝড়ে সমাধি মন্দির ,ওগো,
অবিনশ্বর সময় নেহাতই বাঁচার ছলে বলি ,
জাগো মা দুর্গা জাগো।