আনকোরা বনবাসী
*******************
অনাবৃত শব্দপুঞ্জে হারাতে গিয়ে -
দিগন্তের অনাবিল আলোর মেলায় -
মধুমালতীর ছায়ার সঙ্গোপনে ,
ঝরে পড়েছি শিউলী বেলায়...
অধরা ঘুমপাড়ানি সজীব মিঠে হাওয়ায় -
একরাশ স্বপ্ন বুক চুপকথায়.....,
দিগন্তের অনাবিল আলোর মেলায় -
মধুমালতীর ছায়ার সঙ্গোপনে ,
ঝরে পড়েছি শিউলী বেলায়...
অধরা ঘুমপাড়ানি সজীব মিঠে হাওয়ায় -
একরাশ স্বপ্ন বুক চুপকথায়.....,
এ অভাগী মন ফিনিক্সের ক্ষুধার্ত ঠোঁটে -
উষ্ণ আবহের গালিচায় একান্তে গুমরে মরে -
অনাস্বাদিত উড়ো প্রেমের তর্পণে -
শ্যাওলা ভেজা কোন এক কাক ভোরে -
আড়ষ্ট একবিংশীয় অবিন্যস্ত প্রহরে...,
প্রানহীন ইঁট পাথর আর কংক্রীটের -
কান্নাভেদী বাড়তি নেশায় - চিরকল্পিত শহরে ,
ভালো থাকার স্বল্পমেয়াদী সুদ আসলের -
অমলিন জটিল প্যাঁচের , অসম্পূর্ণ গর্ভ দ্বারে ,
উষ্ণ আবহের গালিচায় একান্তে গুমরে মরে -
অনাস্বাদিত উড়ো প্রেমের তর্পণে -
শ্যাওলা ভেজা কোন এক কাক ভোরে -
আড়ষ্ট একবিংশীয় অবিন্যস্ত প্রহরে...,
প্রানহীন ইঁট পাথর আর কংক্রীটের -
কান্নাভেদী বাড়তি নেশায় - চিরকল্পিত শহরে ,
ভালো থাকার স্বল্পমেয়াদী সুদ আসলের -
অমলিন জটিল প্যাঁচের , অসম্পূর্ণ গর্ভ দ্বারে ,
তোর আলতো ছোঁয়ায়, শতপদী কেন্নো মন..
আবার ও খুঁজে নেয় সব হারিয়ে হারানোর কারণ...
আবার ও খুঁজে নেয় সব হারিয়ে হারানোর কারণ...