নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুপ্রভাত দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুপ্রভাত দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কাঁচ : সুপ্রভাত দত্ত



জলের উপর অজানা হাঁসের আঁচড়,
কত ছায়া কত আকাশ ভাঙে..
ভেঙে যায় পুরোনো কোনো প্রহর,
নতুন এক প্রহরের সন্ধানে!

মুঠোর ভিতর শিউরে ওঠে রেখা।
মুঠো, তুমি বাস্তবতায় ভরা...
একটি মন চোখের উপর লেখা
চোখের জলে কেঁপে ওঠে তারা।

একলা পথে কাতর হয় স্মৃতি,
অন্ধকারে বুক কাটে কাঁচে...
কাঁচের ভিতর জমা সহানুভূতি,
কান্না গুলো শূণ্যতাতে বাঁচে।

সুপ্রভাত দত্ত





বিসর্জন
********

               

পেরিয়ে যাবার পথ আটকে কুকুর গুলি--
মাংস নিয়ে লড়াই,  ধুলোবালি,  চিৎকার !
পাশ কেটে চলে যাই, নিজের দিগন্ত চেয়ে--

একতারা কেঁপে ওঠে অসুখ বাউল মেঘে--
গেরুয়া রঙের মন প্ল্যাটফর্ম চিরে ওঠে !
একটা পথের বাঁক, চেনা জানা সংসারে
যেখানে গালাজ মুখী শিশুর সুলভ মুখ
বাবা মায়ে এক হয়ে বিকেল নোংরা করে !

একদিন সব পথ কুকুরের লালা নিয়ে 
একতারা, সংসারে ছাপ দিয়ে চলে যায়- 
দুচোখ নিজে নিজে মুছে যাক,  ক্ষতি নেই!
তৃতীয় নয়ন যদি মুছে যায় কোনোক্রমে, 
তোমার আমার গায়ে বিসর্জন ঠিক নামে-

সুপ্রভাত দত্ত




দেওয়াল
 *******

              
 
দীর্ঘশ্বাসের  স্পর্শ- 
কেমন সুদূর  বিষন্নতা!
শব্দটি আজ উদ্যোগ, 
ফিকে হওয়া গানের খাতা ।

দেওয়াল যে কী চাই? 
মনখারাপের  আড়াল থেকে-
ঘাসগুলি জন্মায়, 
শিশির চমক সূর্যালোকে ।

মাটির উপর ধুলো- 
কেমন যেন অর্থবিহীন! 
শরীরটা চমকানো, 
ছায়ায়  ছায়ায়  উদাস দিন!

আমিই অন্ধকার- 
তোমার দেওয়াল ধরা স্বভাব ।
তুমি তো চিৎকার-
তোমার কীসের আবার অভাব!