অলীক মানুষ
************
ফসকে যায় , ক্রমাগত অবিরত
সে ফসকে যায় , অনেকবার
তার মুখোমুখি হয়েছি
চেপে ধরেছি তার খসখসে হাত
অভিজ্ঞতার কর্কশ ছোঁয়া ,
কখনোবা নির্ঘুম রাতের
নির্জন বাঙ্ময় অন্ধকারে
তার সাথে নিজেকে মিশিয়ে
দিতে দিতে বলেছি -
''বল্ না - তুই কি চাস ? ''
আমি কাঁদলে - সেও নিঃশব্দে কাঁদে ,
আমি হাসলে - সেও কেমন হাসে ,
আমি রাগলে - ওর মুখটাও কেমন
রাগী রাগী দেখায় , কিন্তু ..
প্রশ্নের জবাবে সেও একই
প্রশ্ন করেছে - নিরুত্তর দৃষ্টি !
সত্যি বলছি আয়নার পিছনের
অলীক মানুষটাকে আজও চিনতে পারিনি !