দেওয়াল
*******
দীর্ঘশ্বাসের স্পর্শ-
কেমন সুদূর বিষন্নতা!
শব্দটি আজ উদ্যোগ,
ফিকে হওয়া গানের খাতা ।
দেওয়াল যে কী চাই?
মনখারাপের আড়াল থেকে-
ঘাসগুলি জন্মায়,
শিশির চমক সূর্যালোকে ।
মাটির উপর ধুলো-
কেমন যেন অর্থবিহীন!
শরীরটা চমকানো,
ছায়ায় ছায়ায় উদাস দিন!
আমিই অন্ধকার-
তোমার দেওয়াল ধরা স্বভাব ।
তুমি তো চিৎকার-
তোমার কীসের আবার অভাব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন