নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অসিতাভ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অসিতাভ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অসিতাভ দাস




বিকেলবেলার শ্রাবণ
*****************


মনকেমন শ্রাবণে,
রাত নামে আনমনে,
মাঠঘাট ভরে যায় জলে।
গোধূলির শেষ আলো,
মন কেন ভার হলো,
আজ খোকা নেই ফুটবলে।
ও বাড়ির ছোট খুকী,
খাতাভরা আঁকিবুকি,
কুমিরের ডাঙা জলে থৈ।
কেউ নেই খেলাসাথী,
নিশ্চুপ মাতামাতি,
মিছিমিছি খেলা-পড়া বই।
বস্তির ভোলা, বিশু,
কাকভেজা ছাড়া-শিশু,
জমা জলে পুঁটিমাছ ধরে।
ফুলি, চাঁপা একসাথে,
ভিজে ভিজে হাতেহাতে,
বাসনের স্তূপ সাফ করে।।

অসিতাভ দাস



মেঘ 



মেঘ বললেই মনে পড়ে যায়
চম্পা টুডুর বুক ।
মেঘ বললেই মনে পড়ে যায়
লালাঝরা উজবুক ।


মেঘ বললেই আসর জমে
কষা-চিকেন আর মদে।
মেঘ বললেই কচি হরিণী
পা রাখে ঠিক ফাঁদে।

মেঘ বললেই মুখ চেপে ধরে
রক্তনেশার সুখ।
মেঘ বললেই মনে পড়ে যায়
বেকারত্বের দুখ্।

মেঘ বললেই কাজ শেষে সেই
অনুতাপে হয়তো জ্বলা।
মেঘ বললেই ভালো হতে চেয়ে
খারাপ পথেই চলা।

মেঘ বললেই ছায়া হয়ে আসে
রাজনীতির এক হাত।
মেঘ বললেই ভুলে যেতে হয়
পশু, মানুষের জাত।


মেঘ বললেই
এই মেয়ে তোর মুখ দেবো পুড়িয়ে ।
মেঘ বললেই
আড়চোখে দেখে চলে যাও এড়িয়ে।


আয় রে বৃষ্টি, আয় রে শ্রাবণ
আয় রে সজল ধারা।
মেঘটাও আজ কাঁদছে অঝোর
সদ্য শিশুর দ্বারা ।

অসিতাভ দাস



বসন্ত 
******



বসন্তকে নিয়ে অনেক আদিখ্যেতা করেছ কবি ।
যেকোনো দিন বসন্ত ডাকার দাবি জানিয়েছ তুমি ।
ন্যাড়া ডালে পলাশের মোহে বেঁধেছ গান, এঁকেছ ছবি ।
আবেগ ছড়িয়ে বাতাসী সুরে ডুবিয়েছে মন, ভাসিয়েছ বোধ।
গভীর ক্ষতের অশ্রুধারা তোমার আনুগত্যে হয়েছে উজ্জ্বল রবি।
তীক্ষ্ণতর দিন-রাতের ছাতে টাঙিয়েছ ভাললাগার সামিয়ানা।
সেই বসন্তের মুখোমুখি বিদ্রূপে আজ হাসে খুব অভাবী!
ছেলেটা রাজমিস্তিরি বটে, খোপায় দিয়েছিল লাল পলাশ ।
কিশোরী পার্বতী বোঝে নি এভাবেই বসন্তকাল আসে,
ভালবাসা বলে একে, বোঝে নি সর্বনাশ ।
দিন-রাত খাটে, হাড়-মাস এক হয় চটের মিলে।
একটা মেয়ে তো পেলি, আর কী চাস?
শরীর দিলে ভাত আসে, মেয়ে কোলে শূন্যে চেয়ে -
আবার আসবে বসন্ত? আবার পলাশ?