নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রুনা দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রুনা দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিয়োগচিহ্ন: রুনা দত্ত



মনে হয় হারিয়ে যাচ্ছি
বা ফুরিয়ে যাচ্ছি
তাও শব্দরা হারায় না

শব্দের পর শব্দ সাজিয়ে
লিখে যাই ....

জীবনের কথা আমার কথা
বা তোমার আমার কথা।

এইভাবেই ফিরে যেতে যেতে
বারবার ফিরে আসি
চেতনে বা অবচেতনে
আমার নৈসর্গিক পৃথিবীতে ....

যেখানে আমার জন্য
আজও অপেক্ষায়
অজস্র সাদা কালো শব্দ

তাই আবার কলম তুলেনি
মৃত্যুকে ফাঁকি দিয়ে
সৃষ্টি করে চলি ...
জীবনের শব্দরূপ বা রূপকল্প

যা কবিতা হয়ে ফুটে ওঠে
বাস্তবের পটভূমিতে
শেষ বিয়োগচিহ্নের মতো


বিয়োগচিহ্ন : রুনা দত্ত



মনে হয় হারিয়ে যাচ্ছি

বা ফুরিয়ে যাচ্ছি

তাও শব্দরা হারায় না


শব্দের পর শব্দ সাজিয়ে

লিখে যাই ....


জীবনের কথা আমার কথা

বা তোমার আমার কথা।


এইভাবেই ফিরে যেতে যেতে

বারবার ফিরে আসি

চেতনে বা অবচেতনে

আমার নৈসর্গিক পৃথিবীতে ....


যেখানে আমার জন্য

আজও অপেক্ষায়

অজস্র সাদা কালো শব্দ


তাই আবার কলম তুলেনি

মৃত্যুকে ফাঁকি দিয়ে

সৃষ্টি করে চলি ...

জীবনের শব্দরূপ বা রূপকল্প


যা কবিতা হয়ে ফুটে ওঠে

বাস্তবের পটভূমিতে

শেষ বিয়োগচিহ্নের মতো


শরীর অভিমুখী মনন : রুনা দত্ত



আমার শরীরে চাঁদ খেলা করে
জোনাকির মতো,
ঠোঁটে জেগে থাকে
মায়াবী রাতের নির্যাস।

আমার খোলা চুলে
বন্য ফুলের সুবাস ,
চিবুকে নিবিড়
বনানীর স্নিগ্ধতা।

আমার বুকে আজও
চাঁপা ফুলের সৌরভ ,
মৃগনাভীতে জুঁই ফুল
আতর হয়ে জন্মায়।

নিটোল পায়ে নুপুরের ছন্দ
বন ময়ূরীর মতো চঞ্চল,
তন্বী কোমরে যেন
অরণ্যের মেদুর নির্জনতা ।

বুনো হরিণীর মতো শরীরে
জ্যোস্নার রহস্যময়তা দানা বাঁধে,
এক গভীর ভালোবাসা বোধে
আছন্ন হয় শরীর অভিমুখী মনন।


ইচ্ছে :রুনা দত্ত



ঘুমিয়ে পড়ার আগে একবার অন্তত একবার
গভীরে গিয়ে ভালোবাসতে চাই ।

ভালোবাসার ঠোঁটে ঠোঁট রেখে
সব উষ্ণতা শুষে নিতে চাই ।

ভালোবাসার আবাহনে অভিযোজিত হতে হতে
দেহজ ঘ্রাণ কে ছুঁয়ে যেতে চাই ।

একবার অন্তত একবার আমার
সব গোপন গ্রন্থিতে পূর্ণতার চিহ্ন
এঁকে নিতে চাই ।

তুই ছুঁয়ে দিলে : রুনা দত্ত



তুই ছুঁয়ে দিলে...
একবার কেন বারবার
ফিনিক্স হতে পারি॥ 

তুই ছুঁয়ে দিলে
নদীর মতো মোহনায়
মিশে যেতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে
ঝড়ের মতো
বৃষ্টিকে ছুঁয়ে দিতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে
ঠোঁটে উপর ঠোঁট রেখে
এক লহমায় হারিয়ে যেতে পারি ॥

তুই ছুঁয়ে দিলে বারবার
আমার আমিকে তোকে
দিয়েও দিতে যে পারি ॥


রুনা দত্ত





তুমি
*****



তুমি না থাকলে ধূসর বিষণ্ণ এসকাল
সীমা অসীমের মাঝখানে
মৃত্যুকালীন গাঢ় বিষাদ 
বেহালার সপ্তক সুরে কত রঙ
 মনকে বুঝিয়েছি এ যাবৎ
 তুমি না থাকলে স্বপ্ননীল এই সুরও
 অপেক্ষার দীর্ঘ জঞ্জাল
 সবই উজ্জ্বল হলুদ ছবিতে শ্রাবণের
 বিবর্ণ সন্ধ্যারাগ
 শালবনের নির্জনতায় এককালীন 
 ঝিঁঝির গুঞ্জন।
  
  

রুনা দত্ত

হংসীনি রাই 
***********




 খোঁপায় চাঁদের পালক গুঁজে হংসীনি
 রাই জলকে নামে 
 বাদামী পিঠে ঝুরো ঝুরো জোছনা
 অভ্র আল্পনা এঁকে দেয়। 

 জুঁই চাঁপার গন্ধে মদির কুঞ্জবনে
 কৃষ্ণপক্ষের গাঢ় ইশারা
  প্লাবিত স্নায়ুতে শ্যাম শিউলির ঘ্রাণ 
  আর ভ্রমর বিলাস।
   
 উন্মুক্ত নাভিমূলে ময়ূরাক্ষী নদীর 
  আন্তরিক সৃজনানুরাগে...
  সোহাগী শরীর জোড়া জল,কলসী
  ভেসে যায়।
  মৌসুমী মৌতাতে সিক্ত শরীরে
  বিন্দু বিন্দু পরাগরেণুর মিলনাভূতি।
   রিরংসার অভিসারে পেখম মেলে
   হংসমিথুন রাই!

    

রুনা দত্ত




দোল
******




বসন্ত এলে আজও মন হয় যে  চঞ্চল,
 মন জুড়ে থাকে শুধু আবির আর দোল।
শীতের বিদায়কালে ঋতুরাজ আসে দোরে,
 প্রাণ খুলে ডেকে নিই তারে আমাদের ঘরে।

 শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ার ফুলে,
 ফাগুনের রঙ কেউ ঢেলে দেয় গুলে।
 কোকিলের মধুর তানে আমাদের মনে,
  আবিরের রঙ লাগে প্রতি ক্ষণে ক্ষণে।

  ঘাসে ঘাসে ফুলে ফুলে রাঙা প্রজাপতি উড়ে,
  রাঙা মুখে রাঙা হাসি, প্রাণ যে সবার ভরে।
  রঙ লাগে আকাশে বাতাসে আর বনে বনে,
  রঙ লাগে তোমার আমার হৃদয়ে আর মনে।

  কারো কাছে দোল খেলা, কারো কাছে হোলি,
 আবির আর ফাগে যেনো আজ রঙের রঙ্গোলী।
  ভেদাভেদ ভুলে সবাই আজ কাছাকাছি আসে
  দেয় রাঙিয়ে একে অপরকে শুধু ভালোবেসে।

 লাল নীল গোলাপী আবিরে হৃদয় আর প্রাণে
  বাজে সুর আনন্দে খুশীতে আর গানে গানে
 বসন্তের সুরে, রঙের বাহারে মন হয় উজ্জ্বল   রঙীন
 মনের মধ্যে ডানা মেলে যতো স্বপ্ন অন্তঃবিহীন

  মনের মণিকোঠায় দোল যেনো মধুর আবেশে,
 থেকে যায় আজীবন ভালোলাগায় ভালোবেসে।
  ফিরে আসুক দোলের এই শুভ মুহুর্ত বারেবারে,
  চঞ্চল মন আনমনা হোক বসন্তে আর আবিরে ।

   

রুনা দত্ত





একুশে ফেব্রুয়ারি
 *******************


২১ আমাদের মায়ের ভাষা
২১ আমাদের প্রাণের ভাষা
২১ আমাদের লক্ষ শহীদ ভাইয়ের দান
২১ আমাদের লক্ষ কন্ঠে মিছিলের স্লোগান
 একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।

২১ আমাদের গৌরব আমার অহংকার
২১ আমাদের রক্তে বিপ্লবের সঞ্চার
২১ আমাদের নির্ভীক প্রতিবাদী গান 
২১ আমাদের সংগ্রামী অভিযান
একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।

২১ আমাদের প্রানের স্পন্দন
২১ আমাদের স্বাধীনতার জাগরণ
২১ আমাদের মিষ্টি মধুর বাংলা ভাষা
২১ আমাদের মোদের গর্ব মোদের আশা
একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।

২১ আমাদের রক্তে রাঙানো আন্দোলন
২১ আমাদের জাতীয়তাবোধের প্লাবন
২১ আমাদের ভাইয়ের মৃতদেহে ঢাকা শহীদ মিনার
২১ আমাদের অন্যায়ের বিরুদ্ধে জনজোয়ার
 একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।

 ২১ আমাদের ভালোবাসার মহান মাতৃভাষা দিবস
 ২১ আমাদের চেতনার রঙে রাঙানো স্নেহ পরশ
  ২১জেগে থাকুক সারা পৃথিবীর বুক জুড়ে
  ২১ বাঁচুক বাংলাভাষার স্মৃতির স্মারক  হয়ে
   ২১ বারবার ফিরে আসুক সময়ের সরণী বেয়ে।

    

রুনা দত্ত

প্রেম 

*****

ঘুম ঘুম নিঝুম 
নেশা ধরা চোখে
তোর ঠোঁট মেশে
প্রেমের আবেশে
মায়াবী রাতে
দিশাহীন নিশাতে  
চাঁদ যায় ভেসে
 মুগ্ধ জ্যোৎস্নাতে

 ঝিম ঝিম শরীর
 চুম্বনে স্নাত
 বেহিসেবী ঝড়ে
 ভালোবাসায় আদৃত

প্রেম প্রেম ভালোলাগা
ছুঁয়ে যায় শরীরে
তোর ঠোঁট ছুঁয়ে থাকে
 চিবুকে আর অধরে।






 প্রথম প্রেম বা নীল নেশা

************************




দু হাত বাড়িয়ে তোকে আলতো ছুঁয়েছিলাম
হয়তো সেই তুই আমার প্রথম প্রেমিক বা নতুন মুগ্ধতা ছিলি।

প্রেমের তীব্রতায় যেদিন তোর ঠোঁট ছুঁয়ে ভালোলাগার আবেশে ভেসে গেলাম সেটাই  হয়তো আমার প্রথম চুম্বন ছিলো।

তোর নিঃশ্বাস প্রঃশ্বাসে মিশে গিয়ে যখন
তোর ভিতরে নিজেকে আবিষ্কার করলাম
 হয়তো সেটাই আমার সঙ্গমের প্রথম
 অবকাশ যাপন ছিলো।

  আমার প্রথম প্রেম আমার প্রথম চুম্বন 
  প্রথম সঙ্গম এখনো বড় বেশী উজ্জ্বল
  অমলিন আমার স্মৃতিতে।

  এখনো তোর জন্য বিনিদ্র রাত বিরহী 
  প্রহর একলা জাগা আমার অভ্যাসে
  শিরা উপশিরায় মজ্জায় ধমনীতে । 
  
  তাই এখনো যেনো নিবিড় আশ্লেষে তোকে
  খুঁজে চলি আমার বেদনায় বিষাদে 
যন্ত্রণায় 
  ভালোলাগার নীল নেশায়।