নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সায়ন্তনী হোড় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সায়ন্তনী হোড় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সায়ন্তনী হোড়








সীমাহীন ঘুম



একটা রেলিং-এ  জড়িয়ে 
বেড়ে ওঠা কিছু অদৃশ্য শব্দ ।
 নিঝুম দ্বীপ । হঠাৎই বেখেয়ালি বর্ষার 
  শরীর ছাপ ।

ঘুমিয়ে থাকা প্রেমিকার স্বপ্নরা 
ভেসে বেড়ায় সেই  অগণিত বিন্দুদের মধ্যে

 নগ্ন ইচ্ছেরা বারবার ফিরে আসতে চায় 
ভেজা পাতাদের গায়ে ।

একটা ছোঁয়াচে রোগের
 অস্তিত্ব ফুটে উঠেছে প্রতিদিন 
মেঘলা আকাশের বুকে ।

ব্যক্তিগত স্কেলের মাপগুলো আজ
বড্ড অসাবধানী হয়ে পড়েছে ।
সমুদ্রে ডুবে যাওয়া প্রতিটি রাতের 
ঘুমকে যদি আবার ফিরিয়ে আনা যায়
তাহলে হয়তো ঘুমের মধ্যেই
টিপবাক্সে বন্দি পাথুরে সময়কে খুঁজে পাওয়া যেত ।।

                                     

সায়ন্তনী হোড়





দূরত্বের সমীকরণ 
****************



 হিমাঙ্কের নীচে থাকা সময়কে
আজ কাছে টেনে নিতে ইচ্ছে করে
অপ্রেমিকার কাব্যহীনতা প্রতি মুহূর্তে
ছুঁতে চায় ।

হঠাৎই   একটা খসখসে রাস্তাতে 
সাদাকালো রামধনুর অস্তিত্ব খুঁজে পাই ।

একটা নীলচে রাত । সেই রাতকে বেঁধে
    রাখতে চায় রাত জাগা পাখিরা ।
বিন্দু থেকে সরে যাওয়া তার সব সিঁড়ি কে 
 রিংটোনের মধ্যেই মিলিয়ে যেতে দেখি ।

চোখ বোজা দেওয়ালের গা বেয়ে
চুঁয়ে পড়ে অব্যক্ত শব্দরা ।

কিছুটা  দূরত্ব । তবুও সেই দূরত্বের শহরকে অতিক্রম করেই নেমে আসে তার  শরীরের গন্ধ ।
শরীর... দূরত্ব ..মন-সমীকরণ .. ।।

                             

সায়ন্তনী হোড়



বৃষ্টির রেখা
**********



একটা সর্পিল বাঁকের কাছে
লুকানো আছে মরচে পড়া কথা গুলো
রূপকের আড়ালে তার অবশিষ্ট অবয়ব।

ব্যক্তিগত টেবিলের সেই নীলচে খামের 
ইতিহাস পড়তে পড়তে  
বৃষ্টির সোঁদা গন্ধের অবচেতনে
 নিজেকে হারিয়ে ফেলি।

বৃষ্টির উল্টানো প্রতিফলন। কিছু অসমাপ্ত 
 শব্দের জ্যামিতিক আকার।
বিন্দু  থেকে চতুর্ভুজে অঙ্ক মেলানোর সময়
  হয়তো আমাদের চুপকথার মিলন হবে এক
  অশরীরী বৃষ্টির  সরলরেখায় ।।
                                  

সায়ন্তনী হোড়





মেঘের গল্প 




    নীলচে আকাশ কে ধার
   করে নিয়েছে কিছু কালো মেঘ 
   সেই মেঘেদের উপন্যাসে 
 ভেসে  যাচ্ছে সব স্বপ্নের নৌকা
  হঠাৎই মেঘের অন্তরালে  
   বৃষ্টির ত্রিভুজের আভাস ।
   
 একটা সবুজ মাঠের পারে
   পড়ে থাকে বৃষ্টিদের গল্প 
    পড়ে থাকে সেই 
      মেয়েটার গল্প . . .
 যার কাছে ছেঁড়া শাড়ির
 শব্দগুলো খুবই বাস্তব 
অথচ সে ও একদিন মেঘেদের 
রাজ্যে পরী হতে চেয়েছিলো  ।।