নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শাল্যদানী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শাল্যদানী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শাল্যদানী






ইচ্ছাচার
*********




কিছুদিন হয়েছে সময়মত ভোর হচ্ছে
স্বেচ্ছাচার আর সুবিচার কুংফু শিখছে,
সামনেই যে ধোঁয়ার সাথে যুদ্ধ।
নিকোটিন পুড়ছে


চায়ের সাথে সকাল জমিয়েছে ভৈরবীরাগ
বেতারের ইথারজনিত অবহেলা সামলেছে গলি গলি পাকস্থলী
এখনো জাবর কাটছে
হজম হচ্ছে না


আটার লুচি যারা খায় তারা অমানুষ -
এ ভাবনা আমার। তাই লুচি-ঘুগনি ময়দা মেখে
ভেংচি কাটছে
একটু নীচু হয়ে বৌঠান ছানার জিলাপি দিলেই
আসমান মাটিতে নামে পুরুষের বুকে
খাদির পাঞ্জাবি ভেদ করে


দুপুরবেলা স্নানের ঘরে অনেক সাদা ভেসেছি
এবার পুষ্টিকর খাদ্য চাই।
পাঁঠার মাংস আর গরম দেরাদুন।
আমি পরক্ষে তৃণভোজী জীবনে বাঁচি।
ভাত ঘুম আমার যোগনিদ্রা


গরম চায়ের সাথে এলাচের চুমু ঠোঁটে সন্ধ্যা আহ্নিক
আচমনে গরম চপ আর বেগুনি।
আরো দুটো, আরো দুটো
আর স্মৃতিরা চুরমার হয়ে ভেঙে পড়েবে
ঝরে পড়বে ঠোঁটের দুপাশ দিয়ে


এর পরেরটা কৌলীন্য
রাতে রাত চেপে বলছি
ও আমার ব্যভিচারী সময়।
চুমুর মতোই অথেনটিক 

শাল্যদানী






সব্বাই চুপ!



ওরা এতো কথা বলছে কেন?
অপূর্ব শ্মশানের নিস্তব্ধতা বেশ ছিলো
মাঝখানে ঝনঝট ওই ওদের কথা,
যাদের কথা ফুরায় না
বলতে বলতে থেমে গিয়ে একটু আগে জল খেলো।
জলের জন্য বাজনা
জলের জন্য খাজনা
কথা এভাবেই বইতে থাকলো।।

আমিতো ঘামছি এত বলার রোদে
ওমনি ফিক করে হেসে ফেললুম,
আরে আমিওতো বকে চলেছি!

সামনের শ্বেতপাথরের টেবিলটা এখনো-
হালকা গেরুয়া দাঁত নিয়ে হাসছে
তার উপরে রাতের খাবার বহনের দায়
সেও আলুচচ্চড়ির স্বাদ বোঝে এঁটোকাঁটায়
কবিতা লেখে মনে মনে,
শোনাবার কেউ নেই
তাই নিজে নিজে শুনে নিজে নিজে হাসে
হালকা গেরুয়া দাঁত নিয়ে

তার হাসি শুনতে গেলে ওই ওদের কথা বলাটা বন্ধ করা দরকার,
আমিও চুপ করবো
আলুচচ্চড়ি কবিতা শুনবো
গোলমরিচ চায়ে চুমুক দিতে দিতে


শাল্যদানী


★love সাইন★
****************




#এক#

দিনের ঘরে লাল ক্যাকটাস
বুকের ভিতর বুক
এইতো আজ প্রেমের দিন
খুলবো ব্রায়ের হুক।

পার্কার পেনে নীল কালি
পার্কে হবে দেখা
নীল কালিতে নীল ছবিতে
তোর মুখটা আঁকা।

দুষ্টু হব প্রেমের দিনে
দুষ্টু হব দুই
অর্কিড প্রেমে বিলাসী মন
তোর পাশেতে শুই।

ভাবছি কত
বলবো যত
গভীরতম খাঁদ।
প্রেম চুটকি 
মৌটুসকি
চন্দ্রবিন্দু চাঁদ।।

#দুই#

অনলি ফর লাভ
ঝোলানো শিক কাবাব

রেস্টুরেন্টে ভোজ
উইথ আ রেড রোজ

ছোট্টছোট্ট কামড়
স্টাইলিশ ভ্রমর

সময়সূচী ফিক্সড
কলের আগে মিসড

পকেটমার প্রেম
ডেঞ্জারাস গেম

#তিন#

অস্তিত্ব।
প্রেমেরদিন।
ভরসাহীন

কলেজআইন
ভেরি ফাইন।
গোলাপ দিন

লাল।
জবাই রঙ।
প্রেমিক সং

ভ্যালেন্টাইন
বড্ড লাইন।
মিষ্টি ঢং

#চার#

লাভ ফর অল।
মনুমেন্টাল ফোকাল হাওয়া
চাবুক পেটানো বুক
দিনান্ত পাপেট শো

অবসাদ।
নেই

আছে
অবলেপন।

অনেক বছরকার ইস্যু
টানলে বাড়ে
থমকে দাঁড়াই মুখোমুখি
দুই মুখোশ। এক অন্যঘর
জবরদখল প্রেমভক্তি
বিলাসে কাদম্বরী স্টাইল।
ভ্যালেন্টাইন স্পেস 

শাল্যদানী


ফর আ নিউ ইয়ার 
******************




সময়ের ঘরে কাঁটা বাস করে।
চাকাচাকা কন্সার্ট গান, বা -
মলাটে মোড়া ময়লাটে ফিসফিসানি সন্ধি।
নতুন বছর

চাদরের দাগে হিজিবিজি শব্দবহ কোলাজ,
ফরেন মাইলেজ মেল ভর্তি কুশলতা,  বা -
দেবদারু বনে ঝিলিক স্বপ্নে
জেগে থাকে তারা
যারা পুরোনো হয় না

এ পানপাত্র তুলে ধরি সময়ের নামে
ঘনঘন হাই ওঠে একঘেয়ে নিউ ইয়ারে।

তবু ভালো থেকো
ভালো থাকার অভিনয় চালিয়ে যেও

শাল্যদানী





*আলাপ*







তল
                  নিশা
বক্র                           আলাপ
                   চর
তল


বেগ
                   পর
গতি                          পরকলা
                   পর
জাড্য

আ সমুদ্র হিমালয়
আ ব্লু ট্রেজার্স

খনি
খনন
খন খন
খানখান
খনি(জ)        জ যেন জন্ম নিলো

জয়তি জনার্দন জনতা।।


শাল্যদানী এর কবিতা

        




      

    ~~***ধোঁয়াটিন***~~~



এই দেশলাই
খস খস

ফুঃ
তামাটে মেজাজি ফর্মালিটি
নো বস, ইটস আ মেলোডি
আসুন রঙ চিনি।
নীলের সাথে সাদা
ফেনার মত হতে গিয়েও হয়নি
অনলি ফর ধোঁয়া
ভাঙতে গিয়ে চাষ
সর্বনাশ
সে যে জিব্রাইলের ঘোড়া
মিশে যায় ঝাউপাতা
আত্মহনন ব্যারাম
একটা কাগচে কালো দাগ
নাম রাখলুম
                    নি  য়তি
                   কো লাজ
                    টি  নেজার
                     ন  ন্দিনী
এরপর শূন্যতল চাওয়া
ফরমানজারি শব্দঋণ
এ চাওয়া ফুরায় না
গানেরদল ভিড় করে আসে
জেনে শুনে বিষ করেছি পান..।