নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বৈশালী ব্যানার্জ্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৈশালী ব্যানার্জ্জী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আসুক বৃষ্টি: বৈশালী ব্যানার্জ্জী



আকাশ ডেকে ওঠো একবার ঘোলাটে মেঘ আবার জড়াক তোমাকে 
গনগনে রোদে ঝলসানো ব্যর্থ চাকরি খোঁজা ছেলেটা শান্তহাসি হাসুক
সদ্য প্রিয়জনকে হারানো বিধবা মেয়েটা গল্প
বুনুক নিজের জন্য 
ঋণগ্রস্ত হাড়জিরজিরে অসহায় চাষিটা বুক
ভরুক আশার বিদ্যুৎএ
উদাস বাউল তার একতারা তুলে গলা চড়াক
' বাদল বাউল বাজায় বাজায় বাজায় রে'।
দিন সাতেক পরে আকাশ টা ধূসর রঙের শাড়ি তে ঢেকেছে নিজের সোনার চেহারা ঠিক রঙ্গনা যেমন ভাবে হেঁটে চলে অফিসের দিকে। হঠাৎ চারিদিকটা অন্ধকার করে এল ঝড় উঠল এলোমেলো হয়ে চুলগুলো ঝামড়ে পড়ল মুখের উপর তারপর সব থামিয়ে আছড়ে পড়ল বৃষ্টি তড়বড় করে ভেজাল সব ফুটি ফাটা মাঠে রুক্ষগাছ শুক্ষ নদী সাথে বিবর্ণ ক্লান্ত মুখের রঙ্গনাকেও।