নীল রঙা বৃষ্টি
*************
হঠাৎ করেই ভিজতে চাই নীল রঙা বৃষ্টিতে
উপমাহীন জীবনের নিত্য হাহাকারের সৃষ্টিতে,
ভোরের রাতের নোনা স্বপ্ন সঙ্গী করে নিয়ে
নির্বিকারে সঙ্গ দেবো হতবাকের অন্ধকারে l
সঙ্গী ছিলাম স্বপ্নে কেবল একাকীত্বের সাথে
আজব ভয়ের প্লাবনে মনখারাপের রাতে,
ভাসিয়েছি দেখ ঝকঝকে আকাশে মনখারাপের মেঘগুলো
স্মৃতির ক্যানভাস মরচে পড়া,আর জমানো হাজার ধূলো l
সবুজ কিছু ভালোবাসা মিশিয়েছি অনভ্যস্তের তুলিতে
শ্রাবণকে করেছি প্রতিস্থাপন হৃদয়ের ষড়রিপুর ঝুলিতে l
অগুন্তি বসন্তকে আজ করেছি নির্বাসিত নির্ভেজাল শ্রাবণের বুকে
কিছুটা দুঃখের সাতকাহন দিয়ে স্বপ্ন রচেছি পরম সুখে, হাজার বছর ধরে হয়নি দেখা পূব আকাশের নীল সূর্যোদয়
এখনো অজান্তে কবিতারা গুমড়ে মরে আমার কাব্যের পাতায় পাতায় ll
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন