নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

নাহার নাসরিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নাহার নাসরিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিশ্ব প্রকৃতি মা : নাহার নাসরিন




স্নেহের আসনে আমি তোদের রেখেছি বসিয়ে
ফ্যালনা ভেবে তোরা আমায় দিলি সরিয়ে।
যেই কোলেতে আমি তোদের রেখেছিলাম আগলে
আজ তোরা সেটাই দিলি আবর্জনায় ভরিয়ে।
সুস্থ পরিবেশ,  সুস্থ হাওয়া
 তোদের আমার কাছে পাওনা।
একবারও কি ভেবে দেখেছিস
আমায় তোরা কি দিয়েছিস?
দিন দিন আমি যাচ্ছি ভরে
আবর্জনা আর আস্তাকুঁড়ে।
উনুনের ধোঁয়ায়,  গাড়ির ধোঁয়ায়
দিন দিন আমি যাচ্ছি সর্বনাশায়।
তারপরে তো কলকারখানার ধোঁয়ার
সবার উপরে স্থান যে তার।
শব্দ দূষণের পর্যায় তো হায়
উচ্চ থেকে উচ্চতরে যায়।
ক্ষতি তোদের হচ্ছে জেনেও
মেতে আছিস ধ্বংসের খেলাই।
তারপরও চুপ কি করে থাকি
বিশ্বমাতা যে তোরাই বলিস
আমি যে তোদের মা
বিশ্ব বাংলা,  বিশ্ব প্রকৃতি মা।।

পৃথিবী থেকে দূরে :নাহার নাসরিন



ওহে শুনছো,
হ্যাঁ হ্যাঁ তোমাই বলছি।
কোথা  হতে আসছো তুমি পথিক?
নিয়ে যাবে আমায় তোমার সঙ্গে?
ওই সাত সমুদ্র পারে নদীর তীরে?
যেখানে কেউ থাকবে নাকো থাকব তুমি আমি
দেখব আমি দু- চোখ ভরে পৃথিবীর হাত ছানি।
পৃথিবী আমায় বলবে ওরে ফিরে আয় হাত ধরে
আমি বলব যা হতভাগা আমার থেকে দূরে।
সুখে আছি শান্তিতে আছি হয়ে তোর থেকে দূরে
তুই যে বড় অভাগারে থাকব তোর থেকে দূরে।


সফলতা : নাহার নাসরিন



তোমারই মতো এসেছিলাম আমিও মাতৃকোলে।
কিন্তু তুমি পালিত হয়েছ আদর- আবদারে,
আমি হয়েছি অবজ্ঞা - অনাহারে।
তাই বলে তুমি ভেবো না, মা আমায় বাসেনি ভালো,
তোমারই মায়ের মতো আমারও মা বেসে আমায় ভালো।

আজ তুমি রঙ্গ মঞ্চে করো অভিনয়,
আমি তারই দর্শক দেখি সেই অভিনয়।
আমারও স্বপ্ন ছিলে হব অভিনেতা
অভিজ্ঞতা অনেক ছিল, ছিল না শুধু সাফল্যতা।
ধনীর ঘরের দুলাল তুমি তাইতো এত সফলতা
চাষীর ঘরে এসে দেখো,
কোথায় তুমি আর কোথায় সফলতা।।

অপেক্ষা :নাহার নাসরিন


সকাল থেকে বসে আছি অপেক্ষায় তোর         
আসবি বলেছিলি এলি না তো কই?
এক ঘণ্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা বসে,
এমন করেই প্রাণ বাঁচাস ডাক্তার তুই অবশেষে?
আশার বাঁধন যাচ্ছে ছিঁড়ে আর কতক্ষণ
শত শত মানুষ যে চেয়ে আছে তোর দিকে সর্বক্ষণ।
আস্তে আস্তে নিশ্বাস হারিয়ে ফেলছে বিশ্বাস
তবুও আছি অপেক্ষায় নিয়ে মনে বিশ্বাস।
অবশেষে,
আসবি তুই দেখবি নাস, বলবি শেষে সর্বনাশ।
চোখ রাঙিয়ে বলবি আমায়
এতো দেরি করলে কী হয়।
ইচ্ছে হল বলি একবার করি নি আমি দেরি
অপেক্ষায় ছিলাম আমি, এসেছি অনেক আগেই।।

না বলা কথা :নাহার নাসরিন



 কি বলব কি লিখব কিছুই বুঝে পাই না
শুধু জানি কিছু তো ছিলো তোকে বলার।
এমন নই যে সময় হয়নি বলার
সময় অনেক ছিল শুধু পাইনি তোকে বলার।
যা ছিল না বলা আজও তা রয়ে গেল না বলাই।
অপেক্ষায় রয়েছি আমি হতভাগি
আশা নিয়ে বলে যাব তোকে সবই।
অবুঝ পাগল মন কেন বোঝে না
তোর কাছে সময় হবে না।
কেন মন বোঝে না তুই বড় ব্যস্ত
অন্যের মুখে হাসি ফোটাতে আশস্ত ।
মন কেন বোঝে না
না বলা কথা চিরকাল না বলায় থেকে যাবে।
না বলা কথা খাতার পাতায়ও তার ভাষা পাবে না।।