নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

নবনীতা সরকার




নরক কোথায়?
 ************


           
এখানে এখনো আগুন জ্বালেনি আলো। 
এ পৃথিবী এখনো প্রদীপ শিখার তলে

কালের যাত্রা রুখে আজ
রোশনাই হয়েছে আলপথ। 

উপড়ে গেছে আগাছা মূল
দিনের শেষে শুধুই পোড়া গন্ধ আর কুন্ডলীকৃত ধানজমি। 

তবু,পত্পত্ করে উড়ছে সুসভ্যতার বিজয় পতাকা। 
কপাল ঢেকে গেছে শোণিত টিকায়। 

শুধু,বিস্তীর্ণ মরুর মাঝে
যজ্ঞভস্ম অঙ্গে ঢেলে আপাদমস্তক ঘৃত লেপন করে নিস্পলক আকাশপানে চেয়ে শুয়ে আছে-উলঙ্গ শৈশব। । 



  আবেদন
  ********



গভীরতার আর এক নাম প্রেম-
যদি তাই ই বলতে হয়,তবে

রাত্রি কে গভীর হতে দাও আর ও

নিস্তব্ধ রাত্রির শব্দিত তরঙ্গে
কান পেতে শোন-

সমুদ্র যতটা ঢেউ তুলে গাঢ় হয় ধীরে ধীরে,
রাত্রিকালীন জোয়ার এলে ঠিক ততটাই গাঢ় হচ্ছে নীলচে প্রেম। ।

কোন মন্তব্য নেই: