শীত
****
তুমুল রঙে প্রলেপ ছিল।ভুল ভাঙানোর ভিত।
এবং ছিল অস্তরাগের রঙ লাগানো শীত।
মুঠোয় ছিল লুকিয়ে রাখা উথালপাথাল ভয়।
হাতের পাতায় আখরজাত শঙ্খ এবং জয়।
অনেক কিছুর ভিতর ছিল ঘুম ভাঙানোর সুর
নীললোহিত আর চলতে থাকা দিকশূন্যপুর...
তোমার হাতে আগুন যখন শীত পোড়ে উদ্দাম
পুড়তে থাকে নিকষকালো অতল মধ্যযাম..
যে ঘুম থাকে মধ্যযামে,ভাঙতে ভাঙতে যেই
নিত্য সকাল,অর্ঘ্যকমল আলোর প্রাচুর্যেই...
তেমন ঘুমের ভাঙচুরে এক বয়সকালীন শীত
জটিল করে,যখন তোমার দু চোখ পথিকৃৎ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন