শ্রমিক
*******
বিশ্ব মাঝে ঘুরে পিছু
ধনী গরীব উঁচু নিচু
সাজানো তাঁর ক্রমিক,
যে যারে যার ধর্ম করি
যে যেখানে কর্ম করি
কেউ কারো কেউ শ্রমিক ৷
হয়না কিছুর সমতুল্য
গায়ের ঘামের ন্যায্য মূল্য
জাগ্রত হোক বোধের,
ঘাম শুকানোর আগে ভাগে
যেন সবার মনে জাগে
মূল্য পরিশোধের ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন