নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অসীম মালিক






একমুঠো আলোর অন্বেষণে 
*****************

                      

সব দেখাই পুজোর অর্ঘ্য হয়ে ওঠেনা । সব দেখাই জীবনের ফ্রেমে বাঁধানো যায় না । কিছু কিছু দেখা 
ফুলটুসী না হয়ে ,কুটুস হয়ে যায় । অনিবার্যকারণ
বশত ,কুটুসপাখি এখনও হামলায় । এভাবেই হয়ত 
সমাবর্তনের পসরা ছাপোষা করে যায় নবাগত 
উৎসবের রঙগুলিকে ।মহালয়ার ত্রিকালস্পর্শী সুর 
আজও বেজে ওঠেনা ফ্যানপিপাসু কুটুসপাখির 
হৃদয়ে । স্বভাবতই সে আগমনীর সুর স্বাভাবিক ভাবেই মাড়িয়ে যায় --একমুঠো আলোর অন্বেষণে । 
খোড়ো চালের ফাঁক দিয়ে হেসে ওঠে অষ্টমীর চাঁদ ।
যে চাঁদ বৈষম্যের তালুতে উৎফুল্লতার প্রেরণা এনে 
দিতে পারে না । উপেক্ষার প্যান্ডেল থেকে সে যোজন দূরে সরে যায় অবিরত । 

দীনতার খোলস ছাড়তে ছাড়তে সে প্রত্যক্ষ করে --সেরা প্রতিমা ,সেরা প্যান্ডেল ,সেরা আলোক সজ্জার নির্বাচনে কিভাবে মেতে ওঠে টিভি চ্যানেলগুলি ।  পুজো পরিক্রমায় ভেসে ওঠে বনেদিবাড়ির ঐতিহ্য 
কুমারী পুজো ,পাঁঠাবলি ,সিঁদুরখেলা ,ঢাকের বোল ।
তখন পুজোর কাউন্টডাউন থেকে দূরে সরে যায় 
কুটুসপাখি । পুজোর কেনাকাটা থেকে ব্রাত্য থেকে 
থেকে যায় অনালোকিত মুখগুলি । শপিংমলে জমে 
ওঠে ভিড় । আমি কুটুসপাখি হয়ে সাংবাদিকের 
ক্যামেরাবন্দী পঞ্চমী ,ষষ্ঠী ,সপ্তমী ,অষ্টমী ,নবমী ও 
বিজয়াদশমীর দর্শনার্থীর ঢল প্রত্যক্ষ করছি । আর 
উমার সংসারে খুঁজে চলেছি লক্ষ্মীর আল্পনা । আজ কার্তিক ও গণেশ খুশির তুবড়ি ফাটায় । ফি বছর 
চাঁদার অংকগুলিকে অনায়াসেই হেরফের করে 
দেয় l বিউটিপার্লারে লক্ষ্মী ও সরস্বতী ফেসওয়াশ 
ও ভ্রুপ্লাক করে ,ফ্যাশন শোয়ে যোগ দেয়। উৎসবের রং মেখে ওঠার ,যাদের সাধ থাকলেও সাধ্যি হয়ে 
ওঠেনা । তাদের জন্য ওঠে বিজয়া দশমীর চাঁদ । 

তবুও ঘাসের ডগায় শিশির ,হিমেল হাওয়া ,শিউলি 
সুবাস এবং শরতের আকাশ কুটুসপাখির মননে নিয়ে আসে আগমনী সুর । উমা আসছে । তবুও 
উমার সংসারে অপ্রত্যাশিত কাউন্টডাউন থেকে 
ব্রাত্য থেকে যায় ম্লান কিছু মুখ ...

কোন মন্তব্য নেই: