বিপ্রতীপ
*******
চাঁদের এ'পিঠে গল্পের ইলসে গুড়ি জ্যোৎস্না
অলিন্দের জাফরানি আলপনায়
মৃদুল ছন্দ তল্লাশে,
স্নিগ্ধ প্রত্যাশা জমিয়ে
রাত্রি কঙ্কণে কেটে যায় ঋতুর গমনাগমন
শুভক্ষণী প্রাঞ্জল অন্তরাগে
উৎসুক চাহনি থমকে যায় যেখানে
চাঁদের ও'পিঠে
শূন্যতার বিক্ষিপ্ত ঝড়ে পেচিয়ে যায় সন্ধ্যাচারী
সেখানে এক খন্ড মেঘ আলেয়া ছায়ায় হাঁটে
তাল রেখে নিরুদ্দেশে
আর ক্রমাগত পুড়ে যায়
দুকুল ছাপিয়ে প্লাবিত কথারা ঘেমে ওঠে
ধমনীর গোলাপী অথবা বিবর্ণ কোলাজে
ধীরে ধীরে এ'পিঠ আর ও'পিঠ
দুই বিপ্রতীপ ডুবে যায় কোন একক প্রদর্শনে
ঘন অমা-রস কল্লোলে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন