তুমি
*****
তুমি না থাকলে ধূসর বিষণ্ণ এসকাল
সীমা অসীমের মাঝখানে
মৃত্যুকালীন গাঢ় বিষাদ
বেহালার সপ্তক সুরে কত রঙ
মনকে বুঝিয়েছি এ যাবৎ
তুমি না থাকলে স্বপ্ননীল এই সুরও
অপেক্ষার দীর্ঘ জঞ্জাল
সবই উজ্জ্বল হলুদ ছবিতে শ্রাবণের
বিবর্ণ সন্ধ্যারাগ
শালবনের নির্জনতায় এককালীন
ঝিঁঝির গুঞ্জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন