নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শাল্যদানী






ইচ্ছাচার
*********




কিছুদিন হয়েছে সময়মত ভোর হচ্ছে
স্বেচ্ছাচার আর সুবিচার কুংফু শিখছে,
সামনেই যে ধোঁয়ার সাথে যুদ্ধ।
নিকোটিন পুড়ছে


চায়ের সাথে সকাল জমিয়েছে ভৈরবীরাগ
বেতারের ইথারজনিত অবহেলা সামলেছে গলি গলি পাকস্থলী
এখনো জাবর কাটছে
হজম হচ্ছে না


আটার লুচি যারা খায় তারা অমানুষ -
এ ভাবনা আমার। তাই লুচি-ঘুগনি ময়দা মেখে
ভেংচি কাটছে
একটু নীচু হয়ে বৌঠান ছানার জিলাপি দিলেই
আসমান মাটিতে নামে পুরুষের বুকে
খাদির পাঞ্জাবি ভেদ করে


দুপুরবেলা স্নানের ঘরে অনেক সাদা ভেসেছি
এবার পুষ্টিকর খাদ্য চাই।
পাঁঠার মাংস আর গরম দেরাদুন।
আমি পরক্ষে তৃণভোজী জীবনে বাঁচি।
ভাত ঘুম আমার যোগনিদ্রা


গরম চায়ের সাথে এলাচের চুমু ঠোঁটে সন্ধ্যা আহ্নিক
আচমনে গরম চপ আর বেগুনি।
আরো দুটো, আরো দুটো
আর স্মৃতিরা চুরমার হয়ে ভেঙে পড়েবে
ঝরে পড়বে ঠোঁটের দুপাশ দিয়ে


এর পরেরটা কৌলীন্য
রাতে রাত চেপে বলছি
ও আমার ব্যভিচারী সময়।
চুমুর মতোই অথেনটিক 

কোন মন্তব্য নেই: