দুঃখের বীন
**********
বর্ষ আসে বর্ষ যায়
যায় চলে মাস দিন
সময় স্রোত দুই চলে যায়
যায় না দুঃখের বীন।
দুঃখের বীনা মনের মাঝে
ব্যাথার পাহাড় গড়ে
বুকের ব্যাথা দুটি চোখে
অশ্রু হয়ে ঝরে।
এই ব্যাথাটা মা হারানোর
এই ব্যাথাটা বোনের
এই ব্যাথাটা বাবা হারা
ঝলসানো এক মনের।
ভুল চিকিৎসায় মরছে বাবা
গুম হয়েছে মা
ধর্ষিত বোন মরল দুঃখে
ভাই হারালো পা।
অত্যাচারীর অত্যাচারে
বুকের ব্যাথা বাড়ে
পাইনা বিচার বিচার চেয়ে
ঘুরছি দ্বারে দ্বারে।
মানুষ আমি মানুষ তবু
মরছি ধুকে ধুকে
তাইতো বাজে দুঃখের বীনা
বারো মাস এ বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন