আগমনী
********
শাঁখসফেদ মেঘের ভেলা,ভাসছে নীলাকাশে।
নদীর দুকূলে কাশফুলেরা,দুলিয়ে চামর হাসে।।
চাষীর ক্ষেতে,যুবতী ধান ছড়ায় সবুজ রঙ।
নদীর কোলে জলতরঙ্গ, দেখায় কত ঢঙ।।
ভোরের ঘাসে শিশিরকণা,করছে কত আদর।
শিউলি ফুলের রাঙা সুবাসে,কে ভরেনা চাদর?
আসছেন মা,বাপের ঘরে,পুত্রকন্যা নিয়ে।
পাপ-পর্বত করবেন নাশ,,ধর্ম-ত্রিশূল দিয়ে।।
হাসছে এখন আকাশবাতাস,হাসছে সবার মন।
শরতের দোলায় দুলেদুলে,ডাকছে প্রিয়জন ।।
নদীর দুকূলে কাশফুলেরা,দুলিয়ে চামর হাসে।।
চাষীর ক্ষেতে,যুবতী ধান ছড়ায় সবুজ রঙ।
নদীর কোলে জলতরঙ্গ, দেখায় কত ঢঙ।।
ভোরের ঘাসে শিশিরকণা,করছে কত আদর।
শিউলি ফুলের রাঙা সুবাসে,কে ভরেনা চাদর?
আসছেন মা,বাপের ঘরে,পুত্রকন্যা নিয়ে।
পাপ-পর্বত করবেন নাশ,,ধর্ম-ত্রিশূল দিয়ে।।
হাসছে এখন আকাশবাতাস,হাসছে সবার মন।
শরতের দোলায় দুলেদুলে,ডাকছে প্রিয়জন ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন