উলঙ্গ দৃষ্টি
**********
রক্ত স্খলিত হয়ে যাচ্ছে--
চুরমার আলোর টুকরোগুলি দিয়ে
আমরা জোড়াতালি দিতে পারি তোমার মুখ--
এবং ক্রমশ দৈহিকতা ফিরে আসে।
খটখটে রোদ্দুরে কিছু গুলাল ছুঁড়ে দিই,
বলি, এই দেখো, আমারা গোধূলি রাখল,
হাতের দণ্ড আমার বাঁশি, ঠিক মত ধরে রাখতে চাইছি
আমাদের গোপাল হাসি।
কখনও ধোঁয়াসা গন্ধ, ভাল লাগা বারুদ গন্ধ শুঁকে যাই,
বাঁচার মধ্যে মাদল বেজে ওঠে, আবার কোথাও কানেস্তারা,
অরণ্যের আলো ছায়া পড়ে,
ব্যথার হাতলে ছুঁয়ে দেখি চাপ চাপ আমাদেরই হৃদপিণ্ড !
এই দেখো, বিষণ্ণতা ছিঁড়ে ফেলছি কেমন,
পেটে শুধু এক পিণ্ড জাবর ঘাস,
জানি সবুজ ঘাসের প্রচুর তত্ত্বকথা !
আমি হাঁটছি, আমি ছুটছি, পায়ে পায়ে, জীবনটাকে মাড়িয়ে
আমরা জিঘাংসা মাংসের পুটুলি ছিঁড়ে খাচ্ছি,
জানি ভয়ের মাঝে মৃত্যুর স্বাদ আছে,
উচ্ছ্বাসে ধরে রাখার শিকড় আছে,
হা হা হাসির মাঝে জীবনী শক্তি কুড়াতে কুড়াতে
উলঙ্গ দৃষ্টিকে আমরা খুবলে খাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন