জীবনের চাপ
*************
আবার এলো উমার আসার পালা
বেহায়া মনে ছমকাছমকি রে ,
মনের খুলে খড়খড়িটা --
একি বেশে চলে উমা অভিসারে !
শিবের ত্রিনয়ন শক্তিহীন এখন
পরকীয়ার পরম রসে --
জেন তাতে আর না আছে
কোন ক্লেশ মা উমার কাছে !!
তোমরাই তো মা নরনারী তরে
খুলেছো রুদ্ধ পরকীয়া দ্বার --
আইনের বেড়ি ফেরি হল আজ
বিচারকের করি জয় জয়কার ।
তোমাদের উমা মাটির প্রলেপে
যত রুদ্ধশ্বাসে সাজুক না কেন --
যতই ঝলসাক হ্যালোজেনের আলোয়
গহনা আর পরিপাটির তাপে ,
সবকিছু আজ বদলে গিয়েছে যে ছাই
তোমাদের নতুন জীবনের চাপে ।
বেহায়া মনে ছমকাছমকি রে ,
মনের খুলে খড়খড়িটা --
একি বেশে চলে উমা অভিসারে !
শিবের ত্রিনয়ন শক্তিহীন এখন
পরকীয়ার পরম রসে --
জেন তাতে আর না আছে
কোন ক্লেশ মা উমার কাছে !!
তোমরাই তো মা নরনারী তরে
খুলেছো রুদ্ধ পরকীয়া দ্বার --
আইনের বেড়ি ফেরি হল আজ
বিচারকের করি জয় জয়কার ।
তোমাদের উমা মাটির প্রলেপে
যত রুদ্ধশ্বাসে সাজুক না কেন --
যতই ঝলসাক হ্যালোজেনের আলোয়
গহনা আর পরিপাটির তাপে ,
সবকিছু আজ বদলে গিয়েছে যে ছাই
তোমাদের নতুন জীবনের চাপে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন