নষ্ট মেয়ে
********
অনেকদিন পর তোমাকে দেখলাম।
তোমাকে ভোলার চেষ্টা করেছি বহুবার,
কিন্তু আজও পারিনি।
আজ যখন লাইট পোষ্টের নিচে থেকে,
দরদাম করে আমাকে নিয়ে গেলে,
জানি, চিনতে পারোনি আমায়।
সত্যি বলতে, চিনতে পারার কথাও নয়।
আজ আমার পরনে ঝকঝকে পোশাক,
ঠোঁটে রং, মাথায় ফুল
জানো আজ আমি "শবনম" নই,
কিছু বড়লোকের প্রতিরাতের সজ্জাসঙ্গীনি— "সুমি"।
আজ আমার রং, সাজ, রূপের সঙ্গে!
বদলেছে আমার পরিচয় ও ধর্ম।
আজ তো একবারও জানতে চাইলে না
আমার ধর্ম, আমার জাত ?
সত্যি কি মেয়েদের জাত, ধর্ম বা মনের
কোনো দরকার আছে ?
নাকি শরীরটাই সব ?
নাকি প্রতিদিন শুধু লালসায় ভরা
কিছু মানুষের তৃপ্তির সামগ্রী ?
তুমিও কি কোনদিন ছিলে তাদের দলে?
জানিনা, শুধু জানি আজও তোমায় ভালবাসি। আমাকে কি নতুন করে ভালবাসবে?
চিন্তা নেই আজ তোমাকে কেউ আমার
নাম, জাত, ধর্ম কিছুই জিজ্ঞাসা করবেনা।
চিনতে কষ্ট হবে না আমায়, কেন জানো ?
আজ আমার পরিচয় শুধু একটাই—"নষ্ট মেয়ে"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন