ফেরার তরী
***********
কান্নাহীন সমুদ্র পাড়ে
ওপার হতে ফিরেছে আবার তরী
মেঘে ঢাকা অভিমানী চাদর
ঘামে ভেজা পুরোনো পারফিউমের গন্ধ
লেগে আছে কাল রাতের মাথার বালিশে
এপিঠ ওপিঠ কত কথা
ভিড়ে ঠাসা প্যান্ডেলের যাত্রী শুন্য প্ল্যাটফর্মে
কারা যেন মিলিয়ে যায় হাত বুলিয়ে
ডাকার সাধ্যি আছে তোর না আমার
ওই সিদুর মাখা ভিড়ে ফের হয়ত আসবে
নাম না জানা গলি গুলো গুগল ট্র্যাকে
ধরা দেবে সন্ধ্যে গুলোও
কাধে হাত রাখা পুজোর পঞ্জিকায়
হাত গোটানো পাঞ্জাবির বেশে
তোকে বেশ লাজুক লাগে
গলির ভিতর দাড়াতে দেখে
বেরোই চল ঘুরে আসি
দুরের হই হুল্লোড় না হোক ফুচকার স্টলে
আসিস আবার মিস্টি মুখে
দেরিতে যাস ফেরার তরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন