নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অনুপ রায়




আমি ঝগড়া করতে আসিনি
*************************



বিশ্বাস করুন আমি ঝগড়া করতে আসিনি,রক্ত ঝরাতেও আসিনি
আমি ঐ উঁচু মঞ্চে একটা টেবিল বা মাইক দাবী করতেও আসিনি।
আমি পাঞ্জাবী পরেও আসিনি, যেমন সাদা বুদ্ধিজীবীরা পড়েন,
আমার শুধু কিছু শ্রবনুনমুখ কান দরকার, আমার কিছু কথা আছে,
আজ এই মঞ্চের নীচে, মাটিতে দাঁড়িয়ে, ঘামে ভেজা মানুষগুলোকে,
আমার কিছু বলার আছে।
বিশ্বাস করুন,আমি আজ ঝগড়া করতে আসিনি।

সমবেত সকলের মতো আমারও ভাতের গন্ধ ভালো লাগে, 
টাটকা ভাতের গন্ধে মধ্যে গোলাপের মতো সুবাস থাকে পেট ভরে যায়,
অনেক গুলো না খেতে পাওয়া পেট আমায় ভাতের কবিতা লিখতে বলেছিলো,
আমি তাদের কথা বলতে এসেছি।

এই আজ গতকালের মতো নয়, বোধের রাজপ্রাসাদের দেওয়াল থেকে,
রোজ একটা একটা করে খসে পড়ছে রক্তাক্ত ইঁট;
তাঁরা গতকাল আমায় জানিয়েছে আমি যেন কবিতায় তাদের কথা বলি,
আমি যেনো সমবেত সকল সর্বংসহা মানুষের কানে তাদের কথা তুলে দিতে পারি;
আমি তাদের কথায় বলতে এসেছি।

আমিও সমবেত সকলের মতো শিউলি ভালোবাসি,
আমিও সমবেত সকলের মতো শরতের আকাশ ভালবাসি;
সেই শিশির মাখা সদ্য ফোঁটা শিউলি আমায় বলেছিলো,
আমার কবিতায় সেই সব ঝরে যাওয়া শৈশবের কথা বলতে,
যারা খিদের তাড়নায় অশিক্ষার ছায়ায় হারিয়ে যাচ্ছে প্রতিদিনই।
আমি তাদের কথা বলতে এসেছি।

সমবেত সকলের মতো আমার রজনীগন্ধা খুব প্রিয়
যেমন রাতের কোলে নিঃস্বতা  ভয়হীন ঘুম যদিও 
স্বপ্নগুলো অতৃপ্তির পক্ষপাত দুষ্ট,
গতকাল রাতে সামান্য ভালো থাকার হাতছানিতে হারিয়ে যাওয়া,
আমার আপনার পাশের বাড়ির মেয়েটা চোরাবালির বাঁকে ডুবতে,
ডুবতে আকুল আর্তিতে তাদের মতো আরো  অনেকের কথা বলতে বলেছিলো,
আমি তাদের কথাই বলতে এসেছি।

আজ এই শারদীয় সকালে, আমি এসেছি গোলাপের কথা রাখতে,
আমি এসেছি পলাশের কথা রাখতে,
আমি এসেছি রজনীগন্ধার কথা রাখতে।
এই আগমনী পল্লবীত প্রকৃতি সাক্ষী,
আমি তাদের কথা রাখলাম,
বিশ্বাস করুন আজ আমি ঝগড়া করতে আসিনি।
আজ আমি রক্ত ঝরাতেও আসিনি।
#অযান্ত্রিক

কোন মন্তব্য নেই: