শেষ কবিতা তোমার নামে
**********************
**********************
ভাবছি তোমার নামে
শেষ কবিতাটা এবার লিখেই ফেলবো
খুব আদরে, যত্নে লিখব
এই তোমাকে ছুঁয়ে বলছি
এরপর, হয়তো ভালোবাসার কথা লিখবনা
তারচেয়ে বরং আগুন লিখব --
পাহাড়ী নদী , ঝর্ণা ,ফুল -পাতা
কিংবা রাত জাগা পাখিদের গান
তোমার প্রিয় নীল রঙা মেঘ
ঝরা পালকের গল্প কথা লিখব না আর ...
অনাসৃষ্টি নিয়ে লিখতে পারি ;
অমাবস্যার অন্ধকারে দুঃস্বপ্ন বোনা ঝলসানো রাত !
মনে হয় ,যেন দু দণ্ড তোমার পাশে বসি
বেশতো না হয় বসতে না দিলে
একটা পদ্য লিখলে কেমন হবে ?
এভাবে ফেরালে ! এভাবেই ফিরিয়ে দিলে !
আমার হারানো হিয়ার নিকুঞ্জ বীথিকা তলে
সিঁদুরে মেঘ কৃষ্ণচূড়ায়
এক নিমিষে উড়িয়ে দিলে ধুলোর ঝড়ে !
আগুন বুকে গোঙানির শব্দ
আগুন বুকে গোঙানির শব্দ
ভারসাম্য হীন উথালপাতাল
গুমরে মরা সাত জন্মের হাহাকার
প্রেম বিশ্বাস অহঙ্কার , বিষাদ ঝড়ের আস্ফালন ....
সব ভাসিয়ে দেব জোয়ারে ; চিরতরে দেব বিসর্জন
এ হৃদি অলকানন্দা জলে ;
এলোমেলো কল্পনায় আর তোমায়
ইচ্ছে মতো রাঙাব না প্রিয় !
স্মৃতির দিগন্ত রেখায় স্মরণের বালুচরে
গুমরে মরা সাত জন্মের হাহাকার
প্রেম বিশ্বাস অহঙ্কার , বিষাদ ঝড়ের আস্ফালন ....
সব ভাসিয়ে দেব জোয়ারে ; চিরতরে দেব বিসর্জন
এ হৃদি অলকানন্দা জলে ;
এলোমেলো কল্পনায় আর তোমায়
ইচ্ছে মতো রাঙাব না প্রিয় !
স্মৃতির দিগন্ত রেখায় স্মরণের বালুচরে
মৃত স্বপ্নের ছায়াপথে জাগব না আর
নিদহারা মুগ্ধতার মিথ্যা এ বাসর রাত !
নিদহারা মুগ্ধতার মিথ্যা এ বাসর রাত !
শেষ বিকেলে বৃষ্টি এলে মুষলধারে
বুকের ক্ষত নিভিয়ে দিও তবে ;
শত সহস্র উত্তরহীন প্রশ্নেরা
আজও যে জর্জরিত ; দিশাহারা ....
ছিন্ন কবিতার পাতায় কিলবিলিয়ে মাথা কুটে মরে ,
(তবু) শেষ বারের মত বড় জানতে ইচ্ছে করে ....
রবি ঠাকুর তোমার ও তো প্রিয়
আচ্ছা ধরো ....
" কথায় কথায় দইওয়ালা অমলের কথা এলে "
" তুলবে তখন সুধার কথা " ?
ছিন্ন কবিতার পাতায় কিলবিলিয়ে মাথা কুটে মরে ,
(তবু) শেষ বারের মত বড় জানতে ইচ্ছে করে ....
রবি ঠাকুর তোমার ও তো প্রিয়
আচ্ছা ধরো ....
" কথায় কথায় দইওয়ালা অমলের কথা এলে "
" তুলবে তখন সুধার কথা " ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন