নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রণধীর রায়






একটি ঘুড়ির গল্প
****************



(...যদিও এ বাংলায় শখ করে কেউ শোভাবাজারের শোভা বাড়াতে আসে না। দূর্গা প্রতিমাই পূজ্য।)


লাল ঘুড়িটা টলতে টলতে চৌমাথার মোড়ে
 আছড়ে পড়ল দারূণ অনিহায়,
লাটাই বিচ্ছিন্ন বহুদিন, তবুও-
 আকাশ ছাড়েনি এতকাল
নিজের অজান্তেই ভেসে বেড়িয়েছে বহুরূপী ঘুড়ি
কখনও  নৌকা কখনও মুখপোড়া।

আকাশের বুকে ঘুড়ি না কী
 ঘুড়ির বুকে অসীম আকাশ?
বড় রাস্তার দু'চোখ দেখেছে ঘুড়ির আস্ফলন
দেখেছে হাওয়া বদলে ঘুড়ির নোনাজল
বুড়ো তাল গাছটা দেখেছে ওর প্রণয়
কী ভিষণ জেদ!

তবুও আজ আছড়ে পড়ল ঘুড়িটা।
শিশুর নরম পায়ের মত টলমল করছে ওর শরীর
ভেজাপাতা অমসৃণ ত্বক এখনও লাল
কপালের লাল দাগ যদিও অস্পষ্ট
কিছুটা অভিমানী স্কুল পড়ুয়ার মত অসংযমি চাউনি
অবাধ্য নদীর মতন কুল ভাঙা গতি আজ ক্লান্ত
শুধুই হাতেহাতে হাত বদল যে!

লাল ঘুড়িটা আজ ভো-কাট্টা।

কোন মন্তব্য নেই: