নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

চিরঞ্জিত সাহা





দুর্গা




শেষ স্টেশনের শেষ বেঞ্চে ঝরা বকুলের নতুন দেশ
গোলাপ হেথায় পাপড়ি ঝরায়, ক্যাকটাসেরা হাসছে বেশ ;
গান ভুলেছে হলুদ পাখি , নীলাঞ্জনা নিরুদ্দেশ
নেমেসিস মেশে ধমনিস্রোতে , রাজশ্রী আজ খুলছে বেশ । 
সিয়াচেনে সৈন্য মরে , পিঁপড়ের ডিম আমলাশোল ,
মগ্ন তখন দশভূজা , ম্যাডক্সে তো ঢাকের বোল ।
পাড় গড়নে বিরক্ত ঢেউ , বিষ মিশেছে সবুজ ঘাসে ,
বৃষ্টি হয়ে ঝিন্টি ঝরে আপনার ঐ ভূ-কৈলাসে ? 
চোখটা ধাঁধায় ডুমুর ফুলে , শিবঠাকুরের আপন দেশে ,
কাক কোকিলে লড়াই করে শ্বেতপায়রার শুভ্র বেশে ;
আসবি যখন বছর ঘুরে , সঙটি সেজে মর্ত্যলোকে ,
পারলে আনিস আশার ফানুস , স্বপ্নমোড়া লাল ঝিনুকে ॥ 

কোন মন্তব্য নেই: