অপেক্ষারা
------------------------
রাত ছুঁই ছুঁই সন্ধ্যা
আগেই দিয়েছে পাড়ি
এই নিঃশব্দ উপত্যকা
এখন শুধু আমারই
ধ্যান মগ্ন রাত্রির কোলে
একলা মন কথা বলি
শুভ্র তুষার আভরণে
কি সাধনে পাহাড় মৌনি
এক সূর্য দহন শেষে
শীতল আজ কতখানি
নিঃসঙ্গ আছি দাঁড়িয়ে
নির্লিপ্ত নিঃস্পৃহ আমি
আঁকা বাঁকা পাকদন্ডী বেয়ে
সব খুঁজেছি আঁতি পাঁতি
কোনো পাথরের গায়ে
ঠিকানা লিখেছ নাকি
এখানেই কি সমাপ্তি
গল্পের আরো আছে বাকি
অপেক্ষারা হয়ে যাবে নদী
তোমার ইচ্ছে গুলো যদি
কখনো সকালের রোদ হয়
একবার উষ্ণ ছুঁয়ে যায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন