নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অমিতাভ মীর




বিদায়ী শারদ বাণী 
 **************



বিদায়ের আয়োজনে চোখ ছলছল,
শরৎ রাণীর বুকে ঘোর ঘনঘটা,
বায়ু উতরোল মেঘে বিজরির ছটা;
চোখ বেয়ে কলকল নামলো যে ঢল।
বিদায় বেলায় ডেকে বলে হেমন্তকে-
'দুই মাস কোরো রাজ নবান্নের গানে,
ভরে রেখো মাঠ মুঠো মুঠো সোনা ধানে;
পিঠা-পুলি-রসে সেবা দিও আগন্তকে।

কিষানীর বুকে দিও সুখ অনাবিল,
কিষানের ব্যথা-জ্বালা যায় যেন সরে,
নবান্নের সুখে যেন প্রাণ থাকে ভরে;
ছোট ছোট সুখ হোক শান্তির মিছিল।'
বিদায় নেবার কালে শরতের রাণী, 
হেমন্তকে দিয়ে গেল- শারদীয়া বাণী।

কোন মন্তব্য নেই: