শিশিরের শিকল
***************
যে ছেলেটি বাবা মা কে নিজের শ্রদ্ধা উজাড় করে দিয়েছিলো
সে আলাদা করে ঈশ্বর চেনে না
আলোকিত পূর্ণিমার মত উজ্জ্বল দুটি চোখে
মা বাবাকে দেখতো
তারপর সেবাব্রত তার কাছে আনন্দময়...
তারপর সে এক আলোর দূত হলো
ও দেবদূত হলো
অথচ দেবতা বলতে সে বোঝে মানুষ
জোছনার মত উৎসারিত আলো তার মুখমন্ডলে
মানুষ তাকে মানুষ বলছে না
দেবতার আসনে বসেও সে দেবদেবী বোঝে না
ও বোঝে মানুষ,প্রাণী,কীটপতঙ্গ আর নির্জন শিশিরের শিকল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন