নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুনন্দ মন্ডল




বিসর্জন
 *******

              

এ পাড়ায় কাঁসর ঘন্টা,
সমারোহে পুজোর কটা দিন।
ঢাকের বোলে নবমীর রাত
এলো মায়ের বিদায়ী ক্ষণ।

ভাসান যাবে মা, দশেরা হুল্লোড়ে
সংসার গুছিয়ে পাট চুকাবে।
ঢাকির নাচ, ঢাকের শব্দ
ছেলেরা সব নেশা মেখে মাতাল হবে।

পিছনে পিছনে ভক্তরা লুটাবে
চোখের জলে শোকের টিকা।
শান বাঁধা পুকুরে মায়ের দেহ
ভেসে যাবে সব গ্লানি দৈন্যতার রেখা।

ও পাড়ায় দেখ ঝোপের আড়াল
বিসর্জনে নাচছে মত্ত যুবকেরা।
পাতার খসখস শব্দ, কিছু বেড়াল
ভেসে যাচ্ছে কুমারীর ইচ্ছেরা।

লাল রক্তে ভাসে যোনি, কেউ নেই উৎসবে
শুধু শিকারির ছোবল, নরম মাংস পিণ্ডে।
কোথায় মা? কোথায় মানুষের শুভ চেতন
ফুস-ফুসমন্তর সকালটা হয়ে গেল সন্ধ্যে।

চোখের জলের নেই দাম আর
কামার্ত চাইবেই দাবি মেটাতে।
সুখের মুহূর্ত দান করে একা যুবতী
নিজেই গভীরে যাবে মায়ের সাথে।

যে পুরুষ মায়ের ভাসানে উদ্দাম নাচে
চোখের জলে আবেগটুকুই প্রদর্শিত।
বিসর্জনের শেষে হাসাহাসি পাশাপাশি
যুবতী তখনও ঝোপের পাশে গচ্ছিত।

কোন মন্তব্য নেই: