নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

হরিৎ বন্দ্যোপাধ্যায়




রঙ
-----





সদর দরজা পার হলো মেঘ
গভীর রাতে চোখ খুলে গাছ
চৌমাথায়
দুহাতে মেঘ সরিয়ে গাছ বলল,
এখনও রঙ নিয়ে গায়ে মাখো

আর রঙ হয় না ----- বলতে বলতে
মেঘ হারিয়ে গেল
আজ
গাছ নিজেও কোনো রঙ পেল না

দুপুরের রোদ্দুরে
আলো ছায়ায় গাছ
গাছের ছায়ায়
শিশু ধুলো খেলে

অনেক নিচু হয়ে
গাছ এখন
শিশুকে জড়িয়ে ।

কোন মন্তব্য নেই: