নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বৈশাখী চক্কোত্তি




প্রত্যাবর্তন ….



শ্মশানে দাঁড়িয়ে আছি শবদেহ নিয়ে,
একদম ঠিক নিজের চিতার সামনে,
কাঠ ঠাট সব জোগাড় করা হয়েছে,
আয়োজনের ত্রূটি  নেইএই সায়াহ্নে।।

ঘি টি মাখানো হয়ে গেছেনতুনপোশাকে
সুন্দর করে সাজানো আমায়নতুনঅনুরাগে,
না আমি সধবানাই বা হলাম বিধবা,
কিন্তু সতীচ্ছদসেতো হয়েছে বহুদিনআগে।।

বহুদিন ধরে তিল তিল করে
ক্ষয়েছে শরীর  মন,
অবশেষে আজ যাত্রার শেষচিরশান্তি,
তাই অকারণ হতাশার নিবারণ।।



নিজেকে তুলে ধরি চিতার ওপরে,
এবার আগুন লাগানোর পালা,
হঠাৎ শুনি দূর থেকে ভেসে আসে
এক পুরোনো কিন্তু অতি পরিচিত গলা ।।

তোমার কণ্ঠস্বরে আজ আবার
হৃদপিন্ডে রক্তপ্রবাহ চলে,
আবার জেগে উঠি বাঁচার আশায়দেখি
পশ্চিমের সূর্য আজ পুবের কথা বলে ।।
               

বৈশাখী চক্কোত্তি         

কোন মন্তব্য নেই: