অন্য বিসর্জন
**************
মুখের হাসি হলো ম্লান
দুর্গা এবার যাবে ভাসান ।
ঢাকের আওয়াজ হলো মলিন
জলে দূর্গা হবে বিলীন ।
দূর্গা মায়ের বিসর্জনে
অশ্রুচোখেও আশা থাকে,
বছর ঘুরে আবার মা
আসবে ফিরে ঘরে ঘরে ।
ফিরবে না আর সেই দূর্গা
রাতের আঁধারে যার হয় ভাসান ।
শূন্য করে মায়ের কোল
মানুষরূপী অসুর করছে শোষণ।
পুরুষত্ব ফলাস তোরা
সদ্যজাত শিশুর দেহে ।
লালসায় ভরা নরপশুর চোখে
নারী শরীর হলেই চলে ।
রক্তমাখা ছিন্ন দেহ
ফেলে গেলি পথের ধারে ।
তোদের লোভের অত্যাচারে
ছোট্ট দূর্গার বিসর্জন হল চিরতরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন