নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুষ্মিতা কর

   


ব্যর্থ প্রেমিকা
**************



নজর রাখি রোজই যখনই আসো তুমি
জানালার সামনে বসানো গ্যালিলিওর দূরবীনে,
চাইতাম তোমার জগৎকে প্রদক্ষিণ করতে
কোপারনিকাসের সূত্রে চাঁদ রূপে।
অনভিজ্ঞ হাতে সাদা কাগজের উপর
মন্থর গতিতে চলত ফাউনটেইন কলমের আঁচড়-
অসমাপ্তই থেকে যেত প্রতিটি চিঠি
আর, মনে চলত অবিরাম ঘূর্ণিঝড়।
সময়ের সমুদ্রে জাহাজ ফেললাম কম্পাস হাতে
যোগ্যতার দেশ আবিষ্কারের তাড়নায়;
সামাজিক দুর্যোগ, পরনিন্দার বৃষ্টি,
চর্চার স্রোতে ভেসে জাহাজ এগোয়।
সাফল্যের স্পর্শ পেয়েছি জানাতে
ছুটে যাই প্রাপ্তির থলি নিয়ে;
বসে আছো, পাশে সদ্য বিবাহিতা স্ত্রী
নতুন আবিষ্কার তুমি ছাদনাতলায়!
নই শরৎচন্দ্রের 'দেবদাস'; ব্যর্থ প্রেমিকা আমি-
নই কোনো উপন্যাসের নায়িকা,
সহ্য করতেই হল কষ্টটা
হতে পারিনি যে রবীঠাকুরের 'বলাকা'!
ফেলে দিলাম ডাস্টবিনে অবাঞ্ছিত চিঠিগুলি
অনুভব করলাম অন্য বাতাস জানালা খুলতেই
মুছে যাচ্ছে সব গুমোট গন্ধ, বদ্ধতা,
পাচ্ছি এক স্নিগ্ধতা নিঃশ্বাস নিতেই।

কোন মন্তব্য নেই: